লিভইনে সঙ্গম নাকি শীঘ্রই বিয়ের সানাই, কোন পথে আলিয়া-রণবীর সম্পর্ক, নো কমেন্ট সেলেব

Published : Jun 28, 2021, 06:36 PM IST

বিয়ে নিয়ে এখনও কোনও কথা বলতে নারাজ আলিয়া-রণবীর। বছর পড়তেই প্রকাশ্যে এসেছিল আলিয়া-রণবীরের চলতি বছরে বিয়ের সানাই বাজার খবর। বিটাউনে দুবছর ধরে জল্পনা তুঙ্গে। কবে হবে চার হাত এক, কিন্তু ঘনিষ্ঠ মহল সূত্রে পাওয়া খবরে অন্য সুর। 

PREV
18
লিভইনে সঙ্গম নাকি শীঘ্রই বিয়ের সানাই, কোন পথে আলিয়া-রণবীর সম্পর্ক, নো কমেন্ট সেলেব

২০১৯ থেকেই বিয়ে ঘিরে জল্পনা তুঙ্গে। কখনও সামনে আসে ভুয়ো বিয়ের কার্ড, কখনও সামনে আসে বিয়ের ছবি। 

28

শ্যপিং শুরু থেকে বিয়ের ভেনু, মেনু ঠিক করা, সবই নাকি চলছে দুই পরিবারের মধ্যে। কিন্তু বিয়েটা কবে।! তার কোনও সঠিক উত্তর মিলছে না। 

38

সেই নিয়েই এবার জল্পনা তুঙ্গে। রণবীরের অতীত ঘিরেই সমস্যা, একের পর এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে গিয়েও তিনি শেষ মেশ বিয়ের পিঁড়িতে বসেননি। 

48

একই পরিস্থিতি হতে চলেছেছে কি আলিয়ার। তা এখনও স্পষ্ট নয়। কারণ এই জুটি এক কথায় চুটিয়ে প্রেমে মত্ত। 

58

ট্রিপ প্ল্যানিং থেকে শুরু করে দুই পরিবারের মধ্যে বন্ডিং। সবই যেন নজর এড়াচ্ছে না নেট দুনিয়ার। তবে বিয়ে নিয়ে কেন এত অপেক্ষা। 

68

সেই উত্তর এবার মিলল ঘনিষ্ট মহল সূত্রে। উঠে এলো নয়া প্রসঙ্গে, আলিয়া কখনই বিয়ের বিষয় কিছু জানাননি। তাঁরা এখন ভালোই আছেন। 

78

নিজেদের মত করে জীবনটাকে কাটাচ্ছেন। তবে এখনই কোনও বিয়ে নয়। তা এবার খোলসা হল এই সূত্র মারফত। 

88

তবে কি লিভ-ইনের সম্পর্কেই আনন্দে রয়েছেন এই জুটি। তা বলা ভার। কারণ, কোনও কিছু বিষয়ই আপাতত কথা বলতে নারাজ এই জুটি। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories