Published : Aug 21, 2020, 11:28 AM ISTUpdated : Aug 21, 2020, 11:40 AM IST
আলিয়া ভাট ও রণবীর কাপুর। সকলেরই এই কাপলের কীর্তিকলাপে একঘেয়েমি চলে এসেছে। এবার পালা নতুনের স্বাদ নেওয়ার। বলিউডের হট ট্রেন্ডিং জুটি এখন তারাই। শ্রদ্ধা কাপুর ও রণবীর কাপুর। এর আগে কখনও রণবীরের সঙ্গে দেখা যায়নি শ্রদ্ধাকে। এই প্রথমবার জুটি বাঁধতে দেখা যাবে রণবীর-শ্রদ্ধাকে। প্রেম থেকে বিয়ের গসিপ তো চলছেই এবার কেরিয়ারে ফোকাসের সময় এসেছে। তাই গুঞ্জন রেখে সঙ্গে নিয়েই বলিউডের মিষ্টি নায়িকা শ্রদ্ধা কাপুরের সঙ্গে জুটি বাধতে চলেছে বি-টাউনের চকোলেট বয়, কিন্তু প্রশ্ন হল আলিয়ার কী হবে ? আপাতত প্রেম-ভালবাসাকে ভুলে আলিয়াকে ছাড়াই নতুন সফর শুরু করতে চলেছেন রণবীর।
সালটা ২০১৮। শেষবারের মতো সঞ্জু ছবিতে দেখা গিয়েছিল বলিউডের চকোলেট বয় রণবীর কাপুরকে। প্রায় ২ বছরের বেশি সময় পার হয়ে গেলেও তার কোনও ছবি মুক্তি পায়নি।
210
যদিও এই বছরের শেষের দিকে রিয়েল লাইফ প্রেমিকা আলিয়া ভাটের সঙ্গে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'ব্রহ্মাস্ত্র' ছবিতে দেখা যাবে এই লাভ বার্ডকে।
310
কিন্তু শুধু আলিয়াকে নিয়ে পরে থাকলেই চলবে না। প্রেম থেকে বিবাহের গসিপ তো চলছেই,এবার কেরিয়ারে ফোকাসের সময়। তাই আলিয়াকে ছেড়ে শ্রদ্ধা কাপুরের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন রণবীর কাপুর।
410
সম্প্রতি পরিচালক লভ রঞ্জনের ছবিতে দেখা যাবে রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুরকে। এই প্রথমবার অনস্ক্রিন কেমিস্ট্রি দেখতে চলেছে দর্শক।
510
পরিচালক লভ রঞ্জনের অফিসের বাইরে দেখা গেছে রণবীর ও শ্রদ্ধাকে। পাপারাৎজির ক্যামেরার ফ্ল্যাশেই বলিউডের এই নয়া জুটি রীতিমতো ট্রেন্ডিং।
610
লভ রঞ্জন মানেই কমেডিতে ভরপুর। সূত্র থেকে শোনা যাচ্ছে, ছবির নাম এখনও ঠিক হয়নি কিন্তু ছবির পাকা কথা হয়ে গেছে। এই বছরেই সমস্ত সতকর্তা মেনেই ছবির শুটিং শুরু হবে।
710
গত ডিসেম্বরেই শ্রদ্ধা লভ রঞ্জনের প্রজেক্টের কথা ঘোষণা করেছিলেন। কিন্তু রণবীর স্পিকটি নট। তবে লভের অফিসের বাইরে তাদের দেখা মাত্রই জল্পনার অবসান ঘটেছে।
810
সূত্র থেকে জানা গেছে, লভ রঞ্জনের এই ছবি নিয়ে প্রথম থেকেই নানা জল্পনা শুরু হয়েছিল। শ্রদ্ধা নাকি এই ছবি করতে রাজি ছিলেন না।
910
এমনকী ডিসেম্বরেই শোনা গিয়েছিল এই ছবিতে জুটি বাধবেন রণবীর ও দীপিকা। এমনকী লভ রঞ্জনের অফিসের বাইরে দীপিকার ছবি ভাইরাল হয়েছিল।
1010
লভ রঞ্জনের এই ছবির কথা প্রকাশ্যে আসতেই উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। আপাতত তাদের একসঙ্গে দেখার অপেক্ষার তাকিয়ে সিনেমাপ্রেমীরা।