চার বছর আগের এক ভাইরাল সাক্ষাৎকার, যেখানে আলিয়ার বাবা মহেশ ভাটকে স্পষ্ট বলতে শোনা যায়, রণবীর হলেন লেডিস ম্যান। আর সেই তকমা অক্ষরে অক্ষরে পাল করে এসেছেন রণবীর কাপুর। বলিউডে পা রাখার পর থেকেই অভিনেত্রী মহলে ভাইরাল রণবীর। ঠিক কোন কোন অভিনেত্রীর মন ভেঙেছেন তিনি...
রণবীর কাপুর মানেই পর্দায় এক উষ্ণ উপস্থিতি, মহিলা মহলেও তাই। ক্যামেরার সামনে ও পেছনে থাকা রণবীরের এভারগ্রীন মনই যেন তাঁর ইউএসপি। যা একাধকের জীবনে ঝড় তুলেছে।
29
দীপিকা পাড়ুকোন- দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুরের মধ্যে থাকা কেমিষ্ট্র ও বিচ্ছেদের কাহিনি ভক্তদের মুখে মুখে। দীপিকার ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়ায় এই সম্পর্ক। যা সকলের সামনেই স্বীকার করেন তিনি।
39
শ্রুতি হাসান- শ্রুতির সঙ্গে ছবি না করলেও একটি বিজ্ঞাপনের ভিত্তিতেই কাছাকাছি আসা। সেখান থেকেই শুরু সম্পর্কের সমীকরণ। তবে খুব বেশি দিনের জন্য নয়। এই নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখনই স্পষ্ট করে শ্রুতি জানান, এই বিষয়টা তাঁকে আর বিরোক্ত করে না, কারণ তিনি তাঁর কাজ নিয়ে বড্ড বেশি ব্যস্ত।
49
ঐশ্বর্য রাই- বচ্চন বধূর সঙ্গে রণবীরের কেমিষ্ট্রি, এক কথায় বলতে গেলে এই হট জুনিয়ার লুক মুবূর্তে ভাইরাল হয় ভক্ত মহলে তাঁদের পর্দার জুটির পর। কিন্তু এই ছবি ও রণবীরের সঙ্গে ঘনিষ্ঠতা বিবাহ বিচ্ছেদের দরজায় নিয়ে গিয়েছিল রণবীর ও ঐশ্বর্যের সম্পর্ককে।
59
ক্যাটরিনা কইফ- দীপিকার মতই ক্যাটের সঙ্গে থাকা রণবীরের সম্পর্কও ভক্তমহলে ভাইরাল। দীর্ঘ সাত বছর এক সঙ্গে থাকার পর বিচ্ছেদ ঘোষণা করেছিলেন রণবীর। তাতেই ভেঙে পড়েছিলেন ক্যাটরিনা।
69
নার্গিস ফাখেরি- রকস্টার ছবির সেটে এই দুই তারকা একে অন্যের কাছে আসেন। তবে কেবল পর্দার সামনেই নয়, পর্দার পেঠনেও একইভাবে চলতে থাকে প্রেমপর্ব। তবে খুব বেশিদিনের জন্য নয়।
79
নন্দিতা মেহেতানি- করিশ্মা কাপুরের সতিনকেও ছেড়ে কথা বলেননি রণবীর। দীর্ঘদিন তাঁদের মধ্যে গোপনে ডেটিং চলতে থাকে। তবে নন্দিতা ছিলেন রণবীরের থেকে দশ বছরের বড়।
89
প্রিয়ঙ্কা চোপড়া- এক সঙ্গে ছবির সেটে সময় কাটানোর সময়ই প্রিয়ঙ্কার নজর পড়ে রণবীর কাপুরের ওপর, ক্রাশ হলেও, এই সম্পর্ক বেশিদিন স্থায়ী ছিল না।
99
সোনাম কাপুর- প্রথম ছবি, ফলে প্রথম বলিউড কেমিষ্ট্রি দুই তারকাই। একে অন্যের প্রতি অনুভূতি বাড়িয়ে এসেছিলেন কাছাকাছি। তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। মন ভেঙেছিল সোনামের।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।