দেখা মাত্রই ভক্ত এসে পড়ল পায়ে, উপভোগ করলেন রণবীর, মুহূর্তে ট্রোল কাপুরস্টার

Published : Jun 26, 2020, 09:12 AM IST

রণবীর কাপুর বলিউডে পা রাখার পরই এক ভিন্ন জ্যঁ তৈরি করেছেন। যেখানে প্রতিটা পরতেই লক্ষ্য করা যায় যে তাঁর স্টারডাম তাঁকে নিয়ে চলেছে জনপ্রিয়তায় শীর্ষে। কোথাও কী অভিনেতার এই বিষয় ঘিরে মনে অহংকার স্থান করে নিচ্ছে, ইতিমধ্যেই নেটিজোনদের চোখে তিনি অ্যাঙ্গরি ইয়ঙ্গ ম্যান। সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়তে তা আবারও নজর কাড়ল নেট-দুনিয়ার। 

PREV
18
দেখা মাত্রই ভক্ত এসে পড়ল পায়ে, উপভোগ করলেন রণবীর, মুহূর্তে ট্রোল কাপুরস্টার

কাপুর পরিবারের সদস্য এই সদস্য বলিউডে নিজের এক ভিন্ন জগত তৈরি করেছেন একের পর এক বক্স অফিস হিট দিয়ে। 

28

যার ফলে রণবীর কাপুরের জীবনে ভক্তের সংখ্যাও নেহাতই কম নয়। একের পর এক তারকা অভিনেত্রীর সঙ্গে প্রেম থেকে শুরু করে ব্লকবাস্টার, সর্বদাই খবরের শিরোনামে রণবীর। 

38

তবে বেশ কয়েকবার রণবীর প্রকাশ্যে হারিয়েছেন মেজাজ, বিগত কয়েকবছরে রণবীর বলিউডে অ্যাংরি ইয়ঙ্গ ম্যানের তকমাও পেয়েছেন। 

48

এবার তাঁর মাথায় উঠল অহংকারের তাজ। সম্প্রতি ভাইরাল ভয়ানির সোশ্যাল পাতা থেকে একটি ভিডিও ছড়িয়ে সর্বত্র। 

58

এখানে দেখা যায় রণবীরের একটি ভক্ত দেখা করতে এসেছেন তাঁর সঙ্গে। তিনি জানালেন, তাঁর কাছে রণবীরই সব। দেখা করা মাত্রই রণবীরের পায়ে পড়লেন তিনি। 

68

এরপর যা ঘটল সেখানেই আপত্তি সকলের। পায়ে হাত দিয়ে প্রণাম করার সময় রণবীর তাঁকে আটকালেন না। দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম নিলেন। 

78

মুহূর্তে ট্রোলের শিকার হতে হয় রণবীর কাপুরকে। তাঁর ঔদ্ধত্য থেকে শুরু করে অহংকার, কোনও কিছুই বাদ পড়ে না তালিকা থেকে। ওঠে মানবিকতা নিয়েও প্রশ্ন।

88

এখানেই শেষ নয়, আলিয়াকেও উদ্দেশ্য করে বলা হয়, তিনি ভুল ব্যাক্তিকে জীবনসঙ্গী হিসেবে পছন্দ করতে চলেছেন। 

click me!

Recommended Stories