রণবীর ডেকেছিলেন লাঞ্চে, দীপিকা বাড়ি ফিরলেন মধ্যরাতে, কী ঘটেছিল প্রথম ডেটিং-এ

রণবীরের সঙ্গে দীপিকার প্রেম বলিউডে সেলেব প্রেমের মধ্যে অন্যতম। দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে আলিয়া ভাট, রণবীরের জীবহনে একাধিক মেয়ে আসলেও, চর্চার চালিকাতে সব থেকে বেশি থেকেছে দীপিকা পাড়ুকোন। প্রথম ডেটিং থেকেই গল্প সৃষ্টি করেছে এই প্রেমকাহিনি, কী ঘটেছিল সেদিন... 

Jayita Chandra | Published : Aug 19, 2020 1:32 PM
18
রণবীর ডেকেছিলেন লাঞ্চে, দীপিকা বাড়ি ফিরলেন মধ্যরাতে, কী ঘটেছিল প্রথম ডেটিং-এ

দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর একে অন্যের জন্য এক সময় ছিলেন পাগল। তাঁদের প্রেমও পরতে-পরতে নজরে পড়েছিল নেটবাসীর। 

28

বলিউডে পা রাখার পর থেকেই একে অন্যের সঙ্গে আলাপ। একজন তখন ওম শান্তি ওম অন্যজন তখন সাওয়ারিয়া। দুই ছবির কাজে ব্যস্ত। 

38

একে অন্যের বিষয় জানলেও কেউ কাউকে চিনতেন না, মেকআপ আর্টিস্টই পরিচায় করিয়ে দিয়েছিলেন দুজনের। 

48

সেখান থেকেই ফোন নম্বর দেওয়া নেওয়া। এক সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছিলেন কয়েকদিনের মধ্যে রণবীর তাঁকে লাঞ্চে ডাকে। 

58

যথা সময় হাজির হয়েছিলেন দীপিকা। কিন্তু কথা ছিল লাঢ্চের, কাজ হল না তেমন। প্ল্যানের পর প্ল্যান হয়ে যায়।

68

লাঞ্চের পর কফি, তারপর একটা সিনেমা দেখার প্ল্যান, মিস্টার বিন তখন তলছে প্রেক্ষাগৃহে জুহুতে সেই ছবি দেখেনিয়েছিলেন তাঁরা প্রথম দিনই। 

78

এরপরও বাড়ি ফিরে নয়। বাড়ি ফেরার পথেই আবারও ঘুরল গাড়ি, পাড়ি দিলেন দুই তারকা লং ড্রাইভে। ফিরতে ফিরতে মধ্যরাত। 

88

প্রথম দিনের ডেটিং-এর কথা আজও ভোলেননি দুই তারকা। একসময় তাঁদের মধ্যে সম্পর্কের বিবাদ থাকলেও বর্তমানে বেশ বন্ধু দুজনে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos