কাপুর পরিবার আলিয়ার হবু সন্তানের জন্য বেশ ধুমধাম করেই বেবি শাওয়ারের আয়োজন করেছিল। আলিয়ার বোন শাহিন ভাট, ননদ করিনা কাপুর, করিশ্মা কাপুর এবং প্রিয় বান্ধবী আকাঙ্খা রঞ্জন ও অনুষ্কা রঞ্জন এই দিনটিতে একসঙ্গে জড়ো হয়েছিলেন। এছাড়াও আলিয়ার ছোটবেলার বান্ধবী সহ নভ্যা নভেলি নন্দা, শ্বেতা বচ্চন, আরতি শেট্টিরাও অভিনেত্রীর বেবি শাওয়ারের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।