পাকিস্তানি অভিনেত্রী মাহিরার সঙ্গে একান্তে ধূমপান রণবীরের, গোপন সম্পর্ক ঘিরে জল্পনা

বলিউডের হট কেক রণবীর কাপুর। একের পর এক নায়িকার সঙ্গে সম্পর্ক গড়েছেন তিনি। কিন্তু কোনও সম্পর্কই যেন স্থায়ী হয় না। সম্প্রতি আলিয়া ভাটের সঙ্গে দুবছরের বেশি সময় ধরে ডেটিং-এ ব্যস্ত রয়েছেন রণবীর। বিয়ের খবরও পাকা। কিন্তু এতটা তো ক্যাটরিনার সঙ্গেও গড়িয়েছিল সম্পর্ক। মেয়েরদের মনে ঝড় তোলা এই অভিনেতার জীবনে সম্পর্ক ঘিরে একাধিক জল্পনা উঠেছিল তুঙ্গে, তেমনই এক পর্ব ছিল মাহিরা খান...

Jayita Chandra | Published : Jun 4, 2020 11:02 AM
18
পাকিস্তানি অভিনেত্রী মাহিরার সঙ্গে একান্তে ধূমপান রণবীরের, গোপন সম্পর্ক ঘিরে জল্পনা

রণবীরের জীবনে যে সব প্রেম উঁকি মেরেছিল, তার তালিকাতে নাম রয়েছে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানেরও। যদিও সেই সম্পর্ক ঘিরে ছিল শুধুই জল্পনা। 

28

রণবীরের সঙ্গে একবার মাহিরাকে দেখা গিয়েছিল ধূমপান করতে। সেই ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল রাতারাতি। ক্যামেরার ফ্রেমে একাধিক শর্টে বন্দি হয়েছিল রণবীর ও মাহিরা। 

38

রণবীরের চোখে ঘুম, ঘনঘন হাঁই তুলতে দেখা গিয়েছিল তাঁকে। এরই মাঝে ধূমপানে রত হয়েছিলেন অভিনেতা, সঙ্গ দিয়েছিলেন মাহিরাও। 

48

এর কয়েকদিনের মধ্যেই নিউ ইয়র্কে আবারও দেখা হয় তাঁদের। রণবীরের জীবনে তখন বসে মাত্র ব্রেকআপ হয়েছে। 

58

ক্যাটরিনার সঙ্গে সাত বছরের সম্পর্ক ভাঙতে না ভাঙতেই মাহির সঙ্গে দেখা যেতে থাকে তাঁকে। ফলে জল্পনা শুরু হয় তাঁদের মধ্যে সম্পর্ক ঘিরে। 

68

এখানেই শেষ নয়, দীর্ঘ বিবাহিত জীবনেও মাহিরা ইতিটেনে ছিলেন ঠিক এর কয়েকদিন আগেই। ফলে শুরু হয়েছিল নয়া গুঞ্জন। 

78

মাহিরা বলিউডে জনপ্রিয় হয়ে ওঠেন শাহরুখ খান অভিনীত ছবি রেইস থেকে। সেখানেই তাঁকে কিং খানের বিপরীতে দেখা যায়। 

88

তবে এই জল্পনার কয়েকদিনের মধ্যেই আলিয়ার সঙ্গে খুল্লাম খুল্লা প্রেমে মত্ত হন রণবীর। সেই খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। এমন কী তাঁদের বিয়ের ভুঁয়ো কার্ডও ভাইরাল হয় নেটে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos