অমিতাভের ঠোঁটে ঠোঁট রেখে গাঢ় চুম্বন রানির, ১৬ বছর পর স্মৃতিতে ব্ল্যাক

সঞ্জয় লীলা বনশালির সঙ্গে ছবি করাটা রানী মুখোপাধ্যায়ের কাছে ছিল এক কথায় স্বপ্ন। যখন প্রথম দেবদাস দেখেছিলেন তিনি, খিদে জন্মে ছিল ঠিক তখনই। এক পা এক পা করে এগিয়ে যাওয়া সেই দিকেই, এমনই সময় প্রস্তাব আসে ব্ল্যাক ছবির। 

Jayita Chandra | Published : Feb 4, 2021 5:05 PM
19
অমিতাভের ঠোঁটে ঠোঁট  রেখে গাঢ় চুম্বন রানির, ১৬ বছর পর স্মৃতিতে ব্ল্যাক

রানি মুখোপাধ্যায় বরাবরই একটু ভিন্ন স্বাদের ছবি করতেই পছন্দ করতেন। যদিও কমার্সিয়াল ছবিতেই ছিল তাঁর চরম দাপট। 

29

একের পর এক ব্লকবাস্টার হিট ছবি ভক্তদের উপহার দিয়ে চলেছেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বদলে দিয়েছে চরিত্রেরা। 

39

তবে এই সফর শুরু হয়েছিল ঐতিহাসিক ছবি ব্ল্যাক দিয়ে। হেলেন কেলারের গল্প অবলম্বনে তৈরি এই ব্ল্যাকই কেরিয়ারের মোড় ঘুরিয়েছিল রানির। 

49

সেই ছবির প্রথম প্রস্তাব যখন রানির কাছে আসে তা ছিল এক কথায় স্বপ্ন পূরণের লক্ষ্যে এক ধাপ এগোনোর সুযোগ। 

59

কিন্তু প্রথমে এই চরিত্র নিয়ে মোটেই স্বস্তিতে ছিলেন না রানি মুখোপাধ্যায়। ছিল না আত্ম বিশ্বাস। ১৬ বছর পর এই নিয়ে মুখ খুললেন রানি। 

69

এখানেই শেষ নয়, একে তো চরিত্রের চাপ তার ওপর বিগ বির সঙ্গে ঠোঁট ঠাঁসা চুম্বণ। কোথায় গিয়ে যেন এই ছবি চ্যালেঞ্জ হয়ে ওঠে রানির কাছে। 

79

সঞ্জয়ের সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল, তা বলে এমনই এক চরিত্র পাওয়া, যা ভাবিয়ে তুলেছিল তাঁকে। 

89

নিজেকে এই ছবির জন্য গড়ে পিঠে নিতে বেশ খানিকটা সময় নিয়েছিলেন রানি। যাকে বলে ধীরে ধীরে চরিত্রে মিশে চরিত্র হয়ে ওঠা। 

99

রানির কথায় আজও এই ছবি রানির কেরিয়ারে এক মাইলস্টোন। যা সারাজীবনের গর্ব হয়েই থাকবে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos