নারী নির্যাতনের প্রসঙ্গে বিস্ফোরক উপদেশ রানির, এমন পরিস্থিতিতে পড়লে মেয়েদের কী করতে হবে

রানি মুখোপাধ্যায়, মর্দানি ছবি করে পর্দায় ও বাস্তবে এক ভিন্ন লুক তুলে ধরেছেন নিজের। যেখানে নেই কোনও রোম্যান্সের উপদেশ, নারী নির্যাতনের প্রসঙ্গে উঠলে মেয়েদের মুহূর্তে কী করা উচিত, সপাট জবাব দিলেন বলিউড ডিভা।

Jayita Chandra | Published : Nov 11, 2020 10:50 AM IST
17
নারী নির্যাতনের প্রসঙ্গে বিস্ফোরক উপদেশ রানির, এমন পরিস্থিতিতে পড়লে মেয়েদের কী করতে হবে

রানি মুখোপাধ্যায়, বলিউডে রোম্যান্স কুইনের এক একটি ফ্রেমই ঝড় তুলতে পারে হাজার হাজার ভক্তদের মনে। 

27

কিন্তু বর্তমান পরিস্থিতিতে যে ভাবে একে একে বিভিন্ন মহল থেকে মেয়েরা মিটু মুভমেন্টে মুখ খুললেন, তা এক কথায় বলতে গেলে ভাইরাল হয়ে উঠেছে নেট দুনিয়ায়। 

37

কখনও অভিনেত্রী, কখনও আবার এক কর্পোরেট ওয়ার্ডের মহিলা। একের পর এক অভিযোগে ভরতে থাকছে নেট দুনিয়ার পাতা। 

47

নারী নির্যাতনের খবর এখন আর ধামা চাপা দেওয়া নয়। মুহূর্তে মানুষের সামনে উঠে আসছে এক একটি জঘন্য মানসিকতার ছবি। 

57

এমন পরিস্থিতিতে একটি মেয়ের ঠিক কী করা উচিৎ! প্রশ্ন করতেই মর্দানি অভিনেত্রী, সাফ জানালেন ছেলেদের দুই পায়ের ফাঁকে মার, দুবার না ভেবে। 

67

পরে যা হওয়ার তাই শাস্তি হবে, কিন্তু তৎক্ষণাৎ মুখে বুঁজে সহ্য করা নয়। মর্দানি ছবির প্রচারে এসে এমনটাই জানিয়েছিলেন। 

77

নারী নির্যাতনের প্লটে বাঁধা এই গল্পের পরতে পরতে থাকা প্রতিবাদের আগুনেই যেন এদিন সাক্ষাৎকারে উগরে দিলেন রানি মুখোপাধ্যায়। 

Share this Photo Gallery
click me!

Latest Videos