তারকাদের ভুলে আদিত্যকেই কেন ভালোবেসে ফেলেছিলেন রানি, খোলসা করলেন প্রেমকাহিনি

রানি মুখোপাধ্যায়ের জীবনে ঝড় তুলেছিলেন কোন কোন তারকা, তা নিয়ে ভক্তদের মনে একাধিক প্রশ্ন। কিন্তু কোথাও গিয়ে যেন রানি মুখোপাধ্যায় সম্পর্ক নিয়ে কোনও বিতর্কেই জড়াতে চাননি। অভিষেক বচ্চন, বিবেক ওবেরয়, একের পর এক নাম উঠে এলেও ভালো যে তিনি আদিত্যকেই বেসেছিলেন তা এবার খোলসা করলেন অভিনেত্রী। 

Jayita Chandra | Published : Apr 21, 2020 1:23 PM
19
তারকাদের ভুলে আদিত্যকেই কেন ভালোবেসে ফেলেছিলেন রানি, খোলসা করলেন প্রেমকাহিনি

রানি মুখোপাধ্যায় প্রথম থেকেই যে আদিত্যর প্রেম হাবুডুবু খাচ্ছেন এমনটা নয়। একাধিক তারকার সঙ্গেনাম জড়িয়ে ছিল তাঁর।

29

এরমধ্যে অন্যতম ছিলেন অভিষেক বচ্চন। অভিষেকের সঙ্গে সম্পর্কের জড়ানোর পর বিয়ে পর্যন্ত গড়ায় কথা। 

39

কিন্তু মাঝে এসে দাঁড়িয়ে ছিলেন জয়া বচ্চন। জয়াকে প্রথমেই এই সম্পর্ক মেনে নেবেন না বলে জানিয়েছিলেন। 

49

এরপরই রানির জীবনে আসেন আদিত্য চোপড়া। আদিত্যর সঙ্গে রানির সম্পর্কের শুরু কীভাবে। কেন রানি তাঁর প্রেমে পড়েছিলেন। এবার খোলসা করলেন অভিনেত্রী। 

59

জানালেন তাঁরা দুজনেই পরিবারকে সময় দিতে ভিষন পছন্দ করেন। একে অন্যের জন্য সময় করাটাও তাঁদের মধ্যে খুব কমন বিষয়। 

69

রানি মুখোপাধ্যায় জানিয়ে ছিলেন এই জগতের সঙ্গে জড়িয়ে রয়েচেন যাঁরা তাঁদের একই সঙ্গে থাকাটা বেশ সমস্যার। কিছুটা সময় কাট, বাকিটা সোশ্যাল লাইফ। 

79

তবে আদিত্যর কাছে কাজের পরই আসে পরিবার। সোশ্যাল লাইফে মোটেই আসক্ত নন তিনি। রানির ক্ষেত্রেও বিষয়টা একই। 

89

কাজের পরই বাড়ি ফিরে আসেন আদিত্য। আর এটাই রানির সব থেকে বেশি পছন্দের। তিনিও পরিবারকে সময় দিতে পছন্দ করেন। 

99

এখানেই শেষ নয়, রানি আরও জানান, খুব কম মানুষকেই অন্তর থেকে শ্রদ্ধা করা যায়। আদিত্য হলেন তাঁদের মধ্যে একজন। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos