পাহাড়ের নৈস্বর্গীক সৌন্দর্যের প্রতিটা মুহূর্ত লেন্সবন্দি করেছেন রণবীর ও দীপিকা। এবং শুধু ক্যামেরাবন্দি করে নিজেদের কাছে রেখে দেননি বরং কোয়ালিটি টাইমের একগুচ্ছ রোম্যান্টিক ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন রণবীর-দীপিকা (Ranveer - Deepika Anniversary), যা এখন নেটদুনিয়ায় হটকেক।