আজও সেরা নীতু-ঋষি জুটি, জন্মদিনে দেখে নিন ঋষি কাপুরের বিয়ের কিছু বিরল ছবি

Published : Sep 04, 2019, 03:47 PM IST

বেশ কয়েকদিন ধরেই অসুস্থ রয়েছেন ঋষি কাপুর। তারই মাঝে অভিনেতার জন্মদিনে কাপুর পরিবারে ফিরল খুশির আমেজ। বুধবার ঋষি কাপুরের জন্মদিন উপলক্ষ্যে সকাল থেকেই শুভেচ্ছা বার্তায় ভরে উঠল সোশ্যাল মিডিয়ার পাতা। তবে ঋষি কাপুর মানেই নীতু সিং ও তাঁর প্রেমকাহিনি। আজও এই আইকনিক জুটির প্রেমপর্ব সকলের কাছে বেশ আকর্ষণীয়। ৭০-এর দশকে বলিউডের এই হট জুটির প্রেমপর্ব ছিল কেমন, জেনে নিন ছবিতে ছবিতে।

PREV
17
আজও সেরা নীতু-ঋষি জুটি, জন্মদিনে দেখে নিন ঋষি কাপুরের বিয়ের কিছু বিরল ছবি
অকপট ঋষি কাপুরের স্বীকারক্তি, যে সম্পর্কের সম্পূর্ণ দায় নীতুর। প্রথম থেকেই সমস্ত ভার নীতু একাই সামলে এসেছেন, তাঁদের সম্পর্কের বুনিয়াদই তাঁদের মধ্যে গড়ে ওঠা বিশ্বাস ও ভালোবাসা।
27
পরিবারকে নিয়ে সুখে সংসার করছেন এই অভিনেতা। যাঁর পড়তে পড়তে ছুঁয়ে আছে আবেগ, বাবার অসুস্থতার কথা শুনে যেমন রণবীরের চোখা আসে জল, তেমনই বহু পুত্রবধূকে নিয়েও মেতে থাকেন ঋাষি কাপুর। সব মিলিয়ে বেজায় ভালো আছেন ঋষি কাপুর, সোশ্যাল মিডিয়ায় বারংবার তা জানানও দিয়েছেন তিনি।
37
ঋষি কাপুরের একাধিক গার্লফ্রেন্ড ছিল। কিন্তু তাঁদের লিস্টে নাম ছিল না নীতু সিং-এর। কেবল তাঁরা ভালো বন্ধু ছিলেন। ঋষি কাপুর নিয়ের সব কথা খুলে বলতে পারতেন নীতুকে।
47
নীতু সিং নিজেই বলেছিলেন, যখন ঋষি কাপুরের ব্রেকআপ হত, তখন কাঁদার জন্য নীতু সিং-এর কাঁধেরই খোঁজ করতেন ঋষি কাপুর।
57
এই জুটি এক সঙ্গে বেশ কয়েকটি ছবি করেন। সম্পর্কে শীলমোহর দেন খোদ ঋষি কাপুর। তাঁরা কাশ্মীরে কাভি কাভি ছবির শ্যুটিং করছিলেন। ঠিক সেই সময় ঋষি কাপুর নীতুর প্রেমে পড়েন।
67
সম্পর্কে জরালেও সারা জীবন এক সঙ্গে থাকার মত কথা দেওয়ার আগে দশ বার ভেবে ছিলেন ঋষি কাপুর। কিন্তু নীতু সিং তাঁকে এমনভাবে রেখে ছিলেন যে তিনি তিনি এই সম্পর্ক থেকে বেড়িয়ে আসার কথা আর দ্বিতীয়বার ভেবে দেখেননি।
77
অবশেষে এই সম্পর্ক পরিণতি পায় ১৯৮০ সালের ২২ জানুয়ারী। তবে থেকেই এই জুটি বলিউডে এক নজির গড়া প্রেমকাহিনির অংশিদার হয়ে রয়ে গিয়েছেন।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories