সাক্ষাৎকারে জুহি জানিয়েছেন, কেরিয়ার যখন শীর্ষে ছিল, তখন বেশ কিছু কারণে ঘাবড়ে গিয়েছিলেন জুহি।ছবির চিত্রনাট্যের উপর সবথেকে বেশি গুরুত্ব দিতেন জুহি। বাকি কোনওদিকেই তিনি অত গুরুত্ব দিতেন না। আর এই অবহেলার কারণেও তাকে পরে মাসুল দিতে হয়েছে। নিজের মনের মতো চিত্রনাট্য পছন্দ করেও বক্সঅফিসে বহুবার মুখ থুবড়ে পড়তে হয়েছিল জুহিকে।