সাতাশে পা বাজিগরের, এই ছবি করেই কাজলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন শাহরুখ

Published : Nov 13, 2020, 08:44 AM IST

শাহরুখ কাজল জুটি, এক কথায় বলতে গেলে আজও বলিউডের পর্দায় এই জুটিকে একসঙ্গে দেখার অপেক্ষায় দিন গোনে আপামর ভক্তকুল। কিন্তু এই জুটির পথ চলা শুরুটাই ছিল এক অদ্ভুত গল্প।

PREV
18
সাতাশে পা বাজিগরের, এই ছবি করেই কাজলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন শাহরুখ

বাজিগর ছবিতে প্রথম একে অন্যের কাছে আসে। এই প্রথম পাতায় শাহরুখ-কাজল জুটি। ছবি মুক্তি পেতে ভাইরাল।

28

বক্স অফিসে ঝড় তোলা এই ছবি করার পরই বেঁকে বসেছিলেন শাহরুখ খান। তাই মনে হয়েছিল কাজলের অভিনয়টা হবে না।

38

এমনই বিস্ফোরক মন্তব্য করে বসেছিলেন তিনি আমির খানের কাছে। একাধিক কারণবশত তিনি বাতিলের খাতায় রেখেছিলেন কাজলকে।

48

আমির তখন পরিকল্পনা করছেন তার পরবর্তী ছবিতে কাজলের সঙ্গে কাজ করার। তিন খানের এই তখন স্ট্রাগলের সময়।

58

শাহরুখ কাজলের সঙ্গে কাজ করেছে দেখে ফিডব্যাক নিতে তাকে ফোন করেছিলেন আমির। ফোন পেতে বিস্ফোরক শাহরুখ খান।

68

প্রথম ছবি করার পর নাকি কাজলকে একদমই ভালো লাগেনি শাহরুখের, তিনি আমিরকে বলেছিলেন, কাজটা ঠিক মত জানে না কাজল, অভিনয় টাও খুব একটা ভালো নয়। 

78

27 বছর পর আজ সেই জুটি বলিউডে ভাইরাল। তাদের একসঙ্গে পর্দায় দেখার জন্য মুখিয়ে থাকে ভক্তরা। কিন্তু শুরুটা আজও গল্প।

88

কিছুদিন যেতে না যেতেই তার জন্য প্রতি নিজের এই ধারণা বদলে ছিলেন কিং খান। পরবর্তীতে তা নিয়ে খোলামেলা আলোচনা করতে পিছু পা হননি শাহরুখ।

click me!

Recommended Stories