আজই শেষ হচ্ছে রিয়ার ১৪ দিন জেল হেফাজতের মেয়াদ, দোষী সাবস্ত হলে হতে পারে ১০ বছরের জেল

১৪ দিনের জেল হেফাজতের মেয়ার মঙ্গলবারই শেষ হচ্ছে। রিয়া চক্রবর্তীর থেকে পাওয়া একাধিক তথ্যের ভিত্তিতেই চলছে তদন্ত। একের পর এক তল্লাশিতে গ্রেফতার প্রায় ১২ থেকে ১৫ জন। ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়বে বলে দাবি এনসিবি-র। 

Jayita Chandra | Published : Sep 22, 2020 9:42 AM / Updated: Sep 22 2020, 09:43 AM IST
18
আজই শেষ হচ্ছে রিয়ার ১৪ দিন জেল হেফাজতের মেয়াদ, দোষী সাবস্ত হলে হতে পারে ১০ বছরের জেল

আজ মঙ্গলবার, ঠিক ১৪ দিন আগে এমনই সময় রিয়া চক্রবর্তীর বাড়িতে তোলপাড় হয়েছিল মেয়ের গ্রেফতারের খবর। 

28

পর পর তিন দিন জেরার পরই রিয়া চক্রবর্তীকে জেল হেফাজতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল নার্কোটিস কন্ট্রোল ব্যুরো। 

38

এনসিবি-র হস্তক্ষেপে একাধিক নয়া মোড় নেয় এই তদন্ত। প্রথমে মাদক যোগে শৌভিক ও স্যামুয়েলদের ধরে এনে গ্রেফতার করা হয়। 

48

এরপর তদন্তের জন্য রিয়া চক্রবর্তীকে পর পর দুদিন জেরার জন্য ডেকে পাঠানো হলেও পাঁচ থেকে ছয় ঘণ্টার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। 

58

তৃতীয় দিনের দিন আর রিয়ার ফেরা হয়নি। সেদিনই প্রকাশ্যে আনা হয় রিয়ার গ্রেফতারের খবর। 

68

মাদক পাচার থেকে শুরু করে তা থেকে লাভের মুখ দেখা, একাধিক ধারায় রিয়ার কেস সাজানো রয়েছে। 

78

৮সি, ২০ বি, ২২, ২৭এ ও ২৯ ধারায় রিয়া চক্রবর্তীর গ্রেফতার। এই ধারায় যদি দোষী সাবস্ত হন রিয়া তবে হতে পারে ১০ বছরের জেলও। 

88

গ্রেফতারের পরই বেলের জন্য আবেদন করেছিলেন রিয়া চক্রবর্তী। কিন্তু তা তিনি পাননি, এনসিবি-র অধিকর্তাদের মত, রিয়া বাকিদের সতর্ক করে দিতে পারে, যা পরবর্তীতে কেসের জন্য সমস্যা সৃষ্টি করবে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos