সুশান্তের বাড়ি ছাড়ার পরেই মহেশ ভাটকে কী ম্যাসেজ পাঠিয়েছিলেন রিয়া, ফাঁস হল চ্যাট

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ২ মাস কেটে গেলেও জল্পনা ক্রমশ বাড়ছে। একের পর এক বিতর্ক জল্পনাকে আরও জোড়ালো করছে।  এর পাশাপাশি সমালোচনা পিছু ছাড়ছে না পরিচালক মহেশ ভাটের। অভিনেতার মৃত্যুর অভিযোগ উঠেছে মহেশ ভাটের দিকে। সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর সঙ্গে মহেশের গোপন সম্পর্ক নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন। মহেশের কথাতেই নাকি সুশান্তকে একা রেখে চলে যায় রিয়া, এই নিয়ে উত্তাল সোশ্যাল  মিডিয়া। এবার সেই জল্পনাতেই শিলমোহর দিল মহেশ ও রিয়া হোয়াটসঅ্যাপ চ্যাট। ৮ জুন সুশান্ত একা রেখে যখন বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন। তারপর হোয়াটসঅ্যাপ করেছিলেন মহেশ ভাটকে। সম্প্রতি ফাঁস হল সেই গোপন কথোপকথন, কী এমন লিখেছিলেন রিয়া যা প্রকাশ্যে আসতেই ফের উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া।

Riya Das | Published : Aug 21, 2020 3:42 AM IST / Updated: Aug 21 2020, 11:46 AM IST
111
সুশান্তের বাড়ি ছাড়ার পরেই মহেশ ভাটকে কী ম্যাসেজ পাঠিয়েছিলেন রিয়া, ফাঁস হল চ্যাট


সুশান্তের মৃত্য়ুর পিছনে মহেশ ভাটের এবং রিয়া চক্রবর্তীর গভীর সংযোগ রয়েছে তা মনে করছেন একাংশ। অভিনেতার মৃত্যুতে রাগে-ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। মৃত্যুর তদন্তের দাবি উঠেছে।

211


সুশান্তের মৃত্যুর ঠিক ৬ দিন আগেই অর্থাৎ ৮ জুন রিয়া চক্রবর্তী অভিনেতার বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন।সুশান্তের বাড়ি থেকে বেরানোর পরই পরিচালক মহেশ ভাটকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন রিয়া। সম্প্রতি তাদের হোয়াটসঅ্যাপ মেসেজ প্রকাশ্যে এসেছে।

311

সংবাদমাধ্যমে জানা গেছে, ৮ জুন রিয়া ও মহেশ ভাটের মধ্যে যা যা কথা হয়েছিল তা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে।

411


যেখানে রিয়াকে মহেশ ভাটকে মেসেজে জানান, আয়েশার মন খুব শান্তি পেয়েছে। মুক্তির কথা ভেবেই বেরিয়ে এসেছি স্যার।

511


যেখানে রিয়াকে মহেশ ভাটকে মেসেজে জানান, আয়েশার মন খুব শান্তি পেয়েছে। মুক্তির কথা ভেবেই বেরিয়ে এসেছি স্যার।

611


যেখানে রিয়াকে মহেশ ভাটকে মেসেজে জানান, আয়েশার মন খুব শান্তি পেয়েছে। মুক্তির কথা ভেবেই বেরিয়ে এসেছি স্যার।

711

মহেশ ও রিয়ার এই কথোপকথন থেকেই পরিস্কার হয়ে গেছে, রিয়ার বাবাকে নিয়ে এর আগেও মহেশ ভাটের সঙ্গে কথা বলেছিলেন রিয়া। শুধু তাই নয়, রিয়া একাধিকবার এই চ্যাটে মহেশকে ধন্যবাদ জানায়।

811

মহেশকে এও বলেন রিয়া যে আপনি আমাকে আবার মুক্তি দিয়েছেন , আপনি আমার ঈশ্বরের মতোন।

911

সূত্র থেকে জানা গিয়েছে, সুশান্তকে দেখেই নাকি পারবিন ববির কথা মনে মনে গেছিল মহেশের, আর সেই কারণেই তিনি রিয়াকে ছেড়ে যাওয়ার পরামর্শ দেন। আর মহেশের কথা শুনেই নাকি সুশান্তকে ছেড়ে চলে আসে রিয়া। এই নিয়ে ক্ষোভে ফুসছেন ভক্তরা।

1011

রিয়ার মুখ থেকে সুশান্তের সম্পর্কে সমস্ত কথা শোনার পরই মহেশ  জানিয়েছিলেন, অবসাদের কোনও ওষুধ হয় না। এবং পারভিন ববিকে নিয়ে বিভিন্ন কথা বলেছিল।  হয় বেরিয়ে যাও, নয়তো তোমাকেও ডুবতে হবে। 

1111


মহেশ ভাটের পরামর্শে কীভাবে সুশান্তের এই  মানসিক অবস্থায় রিয়া তাকে ছেড়া আসতে পারে,এই নিয়ে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। এবং রিয়া যে সুশান্তের সঙ্গে সম্পর্কে খুশি ছিলেন না, তার তাদের এই কথোপকথনেই পরিস্কার। এবং মহেশের নির্দেশেই যে তিনি এই সম্পর্ক শেষ করেছিলেন তাও স্পষ্ট।

Share this Photo Gallery
click me!

Latest Videos