জেরার তিন দিনের মাথায় গ্রেফতার রিয়া, কিছুক্ষণের মধ্যেই স্বাস্থ্য পরীক্ষা

রিয়া চক্রবর্তীকে অবশেষে হেফাজতে নিল কেন্দ্রিয় সংস্থা এনসিবি। টানা তিন দিন ধরে চলছিল রিয়া চক্রবর্তীর জেরা। রবিবার প্রথম সমন দিয়ে তাঁকে নিয়ে আসা হয়েছিল রিয়াকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তারপরই একের পর এক তথ্য সামনে আসায় এবার গ্রেফতার করা হল রিয়াকে। 

Jayita Chandra | Published : Sep 8, 2020 10:34 AM IST
18
জেরার তিন দিনের মাথায় গ্রেফতার রিয়া, কিছুক্ষণের মধ্যেই স্বাস্থ্য পরীক্ষা

রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করল এনসিবি। সমন জারি করার তৃতীয় দিনের মাথায় গ্রেফতার হলেন রিয়া চক্রবর্তী। 

28

মঙ্গলবার সাড়ে তিনটে নাগাদ খবর সামনে উঠে আসে। এদিন বিকেল পাঁচটার মধ্যেই বিস্তারিত তথ্য সামনে আনা হবে।

38

শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছিল রিয়া চক্রবর্তীর ভাই শৌভিককে। এরপর একে একে গ্রেফতার হতে থাকেন অনেকেই। 

48

রবিবার প্রথম রিয়া চক্রবর্তীর নামে সমন জারি করা হয়। কিন্তু সেদিন গ্রেফতার করা হয় না রিয়াকে। 

58

সোমবারও চলে জেরা। কিন্তু সেদিনও ছেড়ে দেওয়া হয় রিয়াকে। তবে মঙ্গলবার মিলল না মুক্তি। 

 

 

68

বুধবার তাঁকে তোলা হবে কোর্টে। অন্যদিকে বুধবার পর্যন্তই এনসিবির হেফাজতে থাকছেন শৌভিক, স্যামুয়েল ও দীপেশ।

78

মঙ্গলবার বিকেলেই রিয়া চক্রবর্তীকে নিয়ে যাওয়া হবে মেডিক্যাল টেস্টের জন্য। 

 

88

মাদক চক্রের সঙ্গে যোগের সূত্রকেই তবে অস্ত্র করল এনসিবি, লাগাতার জেরার অসহযোগিতাই কি কারণ, নাকি সুশান্তের সঙ্গে কোনও সূত্র! এখনও স্পষ্ট করেনি এনসিবি। 

Share this Photo Gallery
click me!

Latest Videos