নেটদুনিয়ায় ট্রোল্ড আলিয়া, মুখে কেন কুলুপ এঁটে রণবীর, এই কারণেই কি প্রেমিকার পাশে নেই হটস্টার

Published : Sep 08, 2020, 02:54 PM IST

রণবীর কাপুরের সঙ্গে আলিয়ার সম্পর্কের কথা আলাদা করে কিছুই বলার নেই। তবুও নেট দুনিয়ায় ভাইরাল এই জুটিকে নিয়ে একাধিক মন্তব্য নিত্য দিন খবরের শিরোনামে জায়গা করে নেয়। তবে কেন এবার প্রেমিকার পাশে থাকতে পারলেন না রণবীর কাপুর... জল্পনা তুঙ্গে

PREV
18
নেটদুনিয়ায় ট্রোল্ড আলিয়া, মুখে কেন কুলুপ এঁটে রণবীর, এই কারণেই কি প্রেমিকার পাশে নেই হটস্টার

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বদলে গিয়েছে নেট পাড়ার চেনা সমীকরণ। 

28

একের পর এক তারকার নামের সঙ্গে জুড়েছে স্বজন পোষণ ও নেপোটিজমের তকমা, যার মধ্যে অন্যতম মহেশ কন্যা। 

38

সদ্য মুক্তি পাওয়া ছবি সড়ক ২ এ সেই ফাঁদে পড়ে তলানিতে গিয়ে ঠেকেঠে। এক কথায় সুপার ফ্লপ। 

48

গোটা নেট দুনিয়া রে রে করে উঠেছে মহেশের সঙ্গে রিয়ার যোগকে ঘিরে। সেই কোপেও ঘায়েল আলিয়া। 

58

তবে সবটা দেখেও কীভাবে মুখ বন্ধ করে রেখেছেন রণবীর কাপুর। উঠছে প্রশ্ন। 

68

সম্প্রতি এই নিয়ে মুখ খুলেছিলেন আলিয়া ও রণবীরের কাছের এক বন্ধু। তিনি জানিয়েছিলেন, কেন চুপ রণবীর!

78

অনেকেই মনে করছেন রণবীর কাপুর হয়তো নেপোটিজমের তকমা নিয়ে রয়েছেন বলেই সমস্যা। কিন্তু তা বাস্তব নয়। 

88

রণবীর কাপুর এই নিয়ে কোনও মন্তব্যই করতে রাজি নন। এতে নেটিজেনরা আবারও সুযোগ পেয়ে যাবে, তাই এড়িয়ে যাওয়াই শ্রেয় মনে করেছেন অভিনেতা। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories