'সুশান্ত আমার স্বপ্নে এসে বলল জনসমক্ষে এসে নিজের বক্তব্য রাখতে', নয়া দাবি রিয়ার

Published : Aug 28, 2020, 02:02 PM ISTUpdated : Aug 28, 2020, 02:47 PM IST

অবশেষে মুখ খুলছেন রিয়া চক্রবর্তী। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় হেনস্তার শিকার হয়েছেন বলে দাবি অভিনেত্রীর। একের পর এক সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দিচ্ছেন রিয়া। সুশান্তের মৃত্যু তদন্তে তাঁর বিরুদ্ধে আসা একাধিক অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন তিনি। তাঁকে নিয়ে যে সমস্ত অভিযোগ সুশান্তের পরিবার এবং সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে এনেছেন তা সমস্ত অর্থহীন এবং অযৌক্তিক বলে জানালেন রিয়া। তবে প্রশ্ন ছিল এতদিন পর কেন সাক্ষাৎকারে এসে কেন মুখ খুলছেন রিয়া। 

PREV
110
'সুশান্ত আমার স্বপ্নে এসে বলল জনসমক্ষে এসে নিজের বক্তব্য রাখতে', নয়া দাবি রিয়ার

এই প্রশ্ন রিয়াকে করতেই বিস্ফোরক হয়ে উঠলেন তিনি। রিয়ার কথায় তাঁকে জনসমক্ষে আসতে বলেছেন খোদ সুশান্ত। 

210

সুশান্ত তাঁর স্বপ্নে এসে তাঁকে জানান, "তুমি কে সেটা তুমি সকলের সামনে এবার রাখো। নিজের আসল রূপটা মেলে ধরো।"

310

সুশান্ত তাঁকে নাকি আরও বলেন, "তোমায় নিজের জন্য জনসমক্ষে আসতেই হবে। নিজের কথা রাখতেই হবে।"

410

প্রয়াত অভিনেতাকে স্বপ্নে দেখার বিষয়টি ধোপে টিকল না। রিয়াকে ফের মিথ্যেবাদী বলে অভিযোগ আনল সুশান্ত ভক্তরা। 

510

রিয়ার নিজের প্রতিটি সাক্ষাৎকারে বিস্ফোরক হয়ে উঠেছেন। ব্যক্ত করেছেন বিভিন্ন আবেগের বিষয়। 

610

তাঁর কথায়, "আমার মানসিক অবস্থা আর আগের মত নেই। নিত্যদিন ভেঙে পড়ছি আমি। আমার পরিবার কীসের মধ্যে দিয়ে যাচ্ছে আমি বলে বোঝাতে পারব না।" 

710

দিন কতক আগে শেয়ার করা এক ভিডিওতে ক্ষোভ উগরে দেন। যেখানে সাংবাদিকদের তাঁর বাবাকে প্রশ্ন করতে দেখা যায়।

810

সেই ভিডিওতে তাঁর বাবা হেনস্তা হয়েছে বলে অভিযোগ করেছেন রিয়া। তিনি এও বলেন, তিনি কখনই সুশান্তের টাকায় জীবনযাপন করেননি। 

910

বরং তিনিই নাকি সুশান্তকে অতিরিক্ত খরচ করতে বারণ করতেন। ইউরোপে ঘুরতে যাওয়ার সময়ও তিনি সুশান্তকে অতিরিক্ত খরচ করতে বারণ করেছিলেন। 

1010

সুশান্তের সঙ্গে যে সংস্থায় তিনি পার্টনার হিসাবে রয়েছেন সেই সংস্থার অর্ধেকের বেশি টাকা নাকি রিয়াই দিয়েছেন। তাঁর ভাই সৌভিককে নাকি সুশান্ত এক শতাংশের শেয়ার হোল্ডার বানিয়ে রেখেছিলেন।

click me!

Recommended Stories