'ভারতকে শুভেচ্ছা', ছেলে গ্রেফতারের পর অবশেষে মুখ খুললেন রিয়া চক্রবর্তীর বাবা

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের একাধিক মোড়। মৃত্যুর ঠিক দুমাসের মাথাতেই উঠে এসেছিল এই কেসের সঙ্গে ড্রাগের যোগসূত্র। তখন থেকেই তদন্তে নেমেছিলেন সিবিআই। মোট ১৬ দিন সিবিআইয়ের হাতে থাকা এই কেসে নাটকীয় মোড় শুক্রবার সকাল থেকে। ছেলে গ্রেফতারের পর অবশেষে মুখ খুললেন রিয়া চক্রবর্তীর বাবা। 

Jayita Chandra | Published : Sep 6, 2020 2:23 AM IST

18
'ভারতকে শুভেচ্ছা', ছেলে গ্রেফতারের পর অবশেষে মুখ খুললেন রিয়া চক্রবর্তীর বাবা

সুশান্ত সিং রাজপুতের কেসের তদন্তে নেমে উঠে এসেছিল ড্রাগ নিয়ে একাধিক তথ্য। সামনে এসেছিল সুশান্তের ড্রাগ নেওয়ার ঘটনা। 

28

তবে কি রিয়া চক্রবর্তীও সামিল ছিলেন, গত কয়েকদিনে তার খানিকটা আঁচ পেয়েছে সকলেই। সুশান্ত সিং রাজপুতের তদন্তে নেমে ড্রাগ নিয়ে একাধিক ঘটনা সামনে আসে। 

38

নাম জড়িয়ে যায় রিয়া চক্রবর্তীর ভাই ও স্যামুয়েল মিরান্ডার। তদন্তে নামে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। শুক্রবারই তল্লাশি চালিয়ে সৌভিক ও স্যামুয়েলকে হেফাজতে নিয়েছে এসিবি।

48

ঘটনার পর টানা দুদিন কেটে গেলে শনিবার রাতে মুখ খোলেন রিয়া চক্রবর্তীর বাবা। তিনি জানিয়েছেন শুভেচ্ছা ভারত। 

58

সুশান্তের কেসে প্রথম থেকেই সোশ্যাল মিডিয়ায় রিয়া চক্রবর্তীর গ্রেফতারের দাবি ওঠে। সেই পথেই আজ তদন্ত। ভারতের জনগণের ইচ্ছেপূরণ। 

68

চারদিনের হেফাজতে নেওয়া হয়েছে ইন্দ্রজিৎ চক্রবর্তীর ছেলেকে। তিনি জানালেন, ছেলেটাকে গ্রেফতার করা হয়েছে। এবার মেয়েটার পালা। 

78

একটা মধ্যবিত্ত পরিবারকে ভেঙে দেওয়া হল। সৌভিক ও রিয়া চক্রবর্তীর ফোন থেকে উঠে এসেছে একাধিক তথ্য। 

88

তাঁদের কথোপকথনের ভিত্তিতেই একে একে গ্রেফতার করা হচ্ছে। প্রাথমিক স্তরে সকলকে এক সঙ্গে বসিয়ে চলছে জিজ্ঞাসাবাদ। মিসিং লিঙ্কের খোঁজে এখন এনসিবি। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos