Published : Sep 13, 2020, 08:04 AM ISTUpdated : Sep 13, 2020, 08:05 AM IST
কিং খান বলে কথা। বাড়ি থেকে গাড়ি, তাঁর সম্পত্তির তালিকায় রয়েছে বাঘা বাঘা একাধিক জিনিস যা দেখতেই ভিমড়ি খেতে হয়। না বাড়ি নয়, কেবল শাহরুখ খানের একটি ভ্যানিটি ভ্যানের দামই ৪ কোটি টাকা। যা এক কথায় সকলকে তাক লাগিয়ে দেয়।