শাহরুখের ৪ কোটির ভ্যান, ভেতরের ইন্টিয়ারেই লাগবে তাক, রইল কিং খানের সাজঘরের ছবি

Published : Sep 13, 2020, 08:04 AM ISTUpdated : Sep 13, 2020, 08:05 AM IST

কিং খান বলে কথা। বাড়ি থেকে গাড়ি, তাঁর সম্পত্তির তালিকায় রয়েছে বাঘা বাঘা একাধিক জিনিস যা দেখতেই ভিমড়ি খেতে হয়। না বাড়ি নয়, কেবল শাহরুখ খানের একটি ভ্যানিটি ভ্যানের দামই ৪ কোটি টাকা। যা এক কথায় সকলকে তাক লাগিয়ে দেয়। 

PREV
18
শাহরুখের ৪ কোটির ভ্যান, ভেতরের ইন্টিয়ারেই লাগবে তাক, রইল কিং খানের সাজঘরের ছবি

একটা সময় শাহরুখ খান নিজেই জানিয়েছিলেন তাঁর কাছে ভাড়া করা ভ্যানিটি ভ্যানই ছিল একমাত্র সম্বল। নিজের কেনার কথা ভাবতেই পারতেন না তিনি। 

28

এরপর ৯০-এর দশক পাল্টে দিয়েছিল তাঁর কেরিয়ার গ্রাফ। প্রথম তিনি নিজের জন্য একটি ছোট ভ্যানিটি ভ্যানও কিনেছিলেন।

38

তবে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন শাহরুখ ২০১৫ সালে। ৪ কোটির ভ্যানিটি ভ্যান তিনি কিনে ফেলেছিলেন। 

48

যার অন্দর মহল নেহাতই একটি প্রাসাদের থেকে কিছু কম নয়। 

58

বর্তমানে শাহরুখ খানের কাছে এক দামী গাড়ির মেলা, তাঁর সম্পত্তির তালিকায় বেশ কিছুটা অংশ জুড়ে থাকে বিলাসবহুল গাড়ি। 

68

যার মধ্য অন্যতম শাহরুখ খানরে এই ভ্যানিটি ভ্যান। যা বাঘা বাঘা স্টারেদের তাক লাগিয়ে দেয়। 

78

কাস্টমাইজ ভলভো বিআর নাইনেই বাজিমাত। যেমন সুন্দর ততটাই কমফোর্ট এনে দেয় শাহরুখ খানের এই ভ্যানিটি ভ্যান। 

88

শ্যুটিং ফ্লোরে শাহরুখ খানের এটাই এখন ঠিকানা। গাড়িটি ডিজাইন করেছেন দিলীপ ছাব্রিয়া। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories