রাতের পর রাত রিয়া জেলে, জেলের খাবার, নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম বিস্ফোরক রিয়ার মা

Published : Oct 09, 2020, 10:45 AM IST

রিয়া চক্রবর্তী, চার মাস আগে এই নামটা খুব একটা আলোচনায় আসেনি বলিউড বা ভক্ত মহলে। হাতে গোনা কয়েকটা ছবি করেছিলেন তিনি। তবে ২০১৯ থেকে সুশান্তের প্রেমিকা হিসেবে আবারও শিরোনামে ফিরেছিলেন তিনি। কিন্তু বর্তমানে সেই রিয়া চক্রবর্তীর পরিস্থিতি দেখে বুক কেঁপে উঠেছে তাঁর মায়ের। 

PREV
18
রাতের পর রাত রিয়া জেলে, জেলের খাবার, নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম বিস্ফোরক রিয়ার মা

গত বছর ঠিক এমনই সময় ইউরোপ ট্রিপে ব্যস্ত ছিলেন সুশান্ত সিং রাজপুত ও রিয়া চক্রবর্তী। স্বপ্নের সেই সফরের ঠিক একবছরের পরের ভয়াবহ ছবি। 

28

প্যারিসের হোটেলে নয়, জেলে কয়দিদের সঙ্গেই রাত কাটাতে হয়েছে রিয়া চক্রবর্তীকে। ভেবেই বুক কাঁপত মায়ের। 

38

চোখের সামনে দেখেছেন তিনি তিলে তিলে সংসারটা ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে। কিন্তু মুখ বুঁজেই সহ্য করেছিলেন তিনি। 

48

একাধিকবার মাথায় চিন্তা এসেছে, নিজেকে শেষ করে দেওয়ার। কিন্তু পারেনি। বারে বারে একটাই কথা ভেবেছেন রিয়ার জন্যই বাঁচতে হবে। 

58

একমাস পর মেয়েকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন রিয়া চক্রবর্তীর মা। পরিস্থিতি যে এতটা ভয়াবহ হতে পারে তিনি ভাবতেও পারেননি। 

68

৩০ দিন জেলের খাবার ও রাত কাটানো, মেয়েকে কাছে পেলেও এখনও বেল পায়নি ছেলে শৌভিক। মা সন্ধ্যা চক্রবর্তী এক সংবাদ মাধ্যমকে জানায়, তিনি শুতে পারছেন না, খেতে পারছেন না। 

78

তাঁর দুই সন্তানই জেলে। কীভাবে তিনি বিছানায় শোবেন বা ভালো খাবেন। ভেবেই চোখে জল চলে আসত তাঁর। 

88

মেলেনি এখনও স্বস্তি, রিয়া ফিরলেও, শৌভিককে এখনও জামিন দেওয়া হয়নি। তাই চিন্তা কমছে না তাঁর। 

click me!

Recommended Stories