'ভালোবেসেছি, অপরাধ নয়', গ্রেফতারের জন্য প্রস্তুত, কী জানালেন রিয়া চক্রবর্তী

সুশান্ত সিং রাজপুতের সঙ্গে রিয়ার বিয়ের কথা ছিল ফাইনাল। ২০১৯ এর শেষেই তাঁরা বিয়েো করতে চলেছেন, এমনটাই খবর যখন ভাইরাল, তখনই সুশান্তের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালেন রিয়া চক্রবর্তী, এমনই জল্পনায় রোষের মুখে রিয়া চক্রবর্তী এবার জেরার মুখে। রবিরারই বেলা ১১টায় তাঁকে নিয়ে যাওয়া হয়েছে এনসিবি-তে। পরিস্থিতি নিয়ে মুখ খুলে কী জানালেন রিয়া চক্রবর্তী...

Jayita Chandra | Published : Sep 6, 2020 12:13 PM
18
'ভালোবেসেছি, অপরাধ নয়', গ্রেফতারের জন্য প্রস্তুত, কী জানালেন রিয়া চক্রবর্তী

রিয়া চক্রবর্তীকে রবিরার সকালেই সমন ধরিয়েছিল এনসিবি। এনসিবির হেফাজতে বর্তমানে সৌভিক চক্রবর্তী, দীপেশ ও স্যামুয়েল। 

28

রবিবার সকালেই এবার রিয়াকে জেরার জন্য নিয়ে যাওয়া হল এনসিবিতে। দুপুর ১২টা নাগাত এনসিবিতে হাজির করা হয়েছে। 

38

রিয়ার বাড়িতে তিন গাড়ি হাজির হয়েছিল রবিবার। জানানো হয়েছিল কোনও অযুহাত চলবে না। হাজিরা দিতেই হবে। 

48

এরপরই রিয়ার গ্রেফতারের জল্পনা ওঠে তুঙ্গে। এই নিয়ে মুখ খুলেছেন রিা চক্রবর্তীর উকিল। 

58

রিয়া চক্রবর্তীর কথায়, ভালোবাসা পাপ নয়। তিনি ভালোবেসে ছিলেন, তার খেসারত আজ দিতে হচ্ছে তাঁকে। 

68

সব রকমের পরিস্থিতির জন্যই নাকি রিযা নিজেকে তৈরি করে রেখেছেন। 

78

এদিকে রবিবার চারজনকে সামনে বসিয়ে জেরা করতে চলেছে এনসিবি। যেখানে সাফ ইঙ্গিত মিলছে, রিয়ার গ্রেফতার হওয়ার সম্ভাবনা। 

88

মাদক চক্র নিয়ে একাধিক প্রশ্ন করা হবে, সুশান্তের ড্রাগ নেওয়া নিয়েও প্রশ্নের মুখে পড়তে হবে এদিন রিয়া চক্রবর্তীকে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos