Published : May 03, 2020, 07:26 PM ISTUpdated : May 03, 2020, 07:31 PM IST
কাপুর পরিবারের তারকাদের জীবনে হাজারও প্রেমের আনাগোনা, বলিউডের অধিকাংশ অভিনেত্রীর নামের সঙ্গেই জড়িয়েছে কোনও না কোনও তারকার নাম। কখনও প্রেম, কখনও আবার বিবাহ ববির্ভুত সম্পর্ক। এমনই এক পরিস্থিতির কবলে পড়তে হয়েছিল রাজকাপুরকে। বিয়ের পরও তিনি সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন নার্গিসের। পরিবারের সকলেই জানতেন সেই কথা।