'ডোলা রে'র কারণে বাচ্চাটাই নষ্ট হতে বসেছিল মাধুরীর, অন্তঃসত্ত্বা হয়েও লুকিয়ে গিয়েছিলেন অভিনেত্রী

Published : May 03, 2020, 12:50 PM ISTUpdated : May 03, 2020, 02:35 PM IST

দেবদাস ছবিতে চন্দ্রমুখীর চরিত্রে আজও মুগ্ধ করেন মাধুরী দীক্ষিত। এই চরিত্রের জন্য মাধুরীকে রাজি করাতে কাল ঘাম ছুটে গিয়েছিল সঞ্জয় লীলা বনশালীর। তাঁর বহুদিনের ইচ্ছে মাধুরীর সঙ্গে কাজ করবেন। তবে বনশালী যতদিন না বলিউডে একটা পাকা জায়গা করতে পেরেছিলেন ততদিন মাধুরীর ডেট পাননি সঞ্জয়। অবশেষে দেবদাসের জন্য মাধুরীকে রাজি করাতে পেরেও বিপদে পড়লেন পরিচালক। ছবির শ্যুটিংয়ের মাঝে জানতে পারলেন মাধুরী অন্তঃসত্ত্বা। যে কথাটি প্রথমে স্বীকার করতে চাননি অভিনেত্রী। 'ডোলা রে' গানের শ্যুটের সময় অসুস্থ হয়ে পড়েন মাধুরী। সেই সময় জানা যায় যে তিনি মা হতে চলেছেন। এবং এই গানের শ্যুটিং করতে গিয়েই আরও এক বিপদের মুখে পড়েন মাধুরী।

PREV
110
'ডোলা রে'র কারণে বাচ্চাটাই নষ্ট হতে বসেছিল মাধুরীর, অন্তঃসত্ত্বা হয়েও লুকিয়ে গিয়েছিলেন অভিনেত্রী

ডোলা রে গানটি এখনও অন্যতম আইকনিক গান হিসেবে ধরা হয়। ঐশ্বর্য এবং মাধুরী ডোলে রে তে কোমড় দুলিয়ে সুপারহিট ডুয়ো হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। 

210

সেই গান নিয়েই নাকি বিতর্কের অভাব নেই। ছবির শ্যুটিং চলাকালীন অন্তঃসত্ত্বা হয়ে বসেছিলেন মাধুরী।

310


আর সে কথাই গোপণ করেছিলেন অভিনেত্রী। ডোলা রে গানের শ্যুটিংয়ের সময় ঘটে অঘটল। 

410

সেটের মধ্যে একটি থাম ভেঙে পড়েছিল। একটুর জন্য বেঁচে গিয়েছিলেন মাধুরী। 

510

সেই সময় ভয় পেয়ে খানিক অসুস্থ হয়ে পড়েন তিনি। এই ঘটনার জেরে সঞ্জয় জানতে পারেন যে মাধুরী প্রথমবার মা হতে চলেছেন। 

610

সঞ্জয় তখন ভেবেই নিয়েছিলেন দেবদাসের শ্যুটিং বোধহয় আর শেষ হবে না। তবে খুব শীঘ্রই পরিস্থিতির সামাল দিয়ে উঠতে পারেন পরিচালক।

710

শাহরুখ এবং ঐশ্বর্যের সঙ্গে ডেট অ্যাডজাস্ট করে তড়িঘড়ি শেষ করা হল ছবি শ্যুটিং। 

810

সিনেমার কোনও অংশ দেখে বোঝার উপায় নেই যে মাধুরী প্রেগনেন্ট। অন্তঃসত্ত্বা অবস্থায় তিরিশ কেজির লেহেঙ্গাও পরতে হয়েছে তাঁকে।

910

অন্তঃসত্ত্বা হওয়ার কতা গোপণ করার জন্য সঞ্জয়ের সঙ্গে সম্পর্কে চিড়ও ধরেছিল মাধুরীর।

1010

আজও তাঁদের কোনও অনুষ্ঠানে দেখা হল, সামান্য হাই হ্যালো ছাড়াই কিছুই হয় না।

click me!

Recommended Stories