Published : May 03, 2020, 12:50 PM ISTUpdated : May 03, 2020, 02:35 PM IST
দেবদাস ছবিতে চন্দ্রমুখীর চরিত্রে আজও মুগ্ধ করেন মাধুরী দীক্ষিত। এই চরিত্রের জন্য মাধুরীকে রাজি করাতে কাল ঘাম ছুটে গিয়েছিল সঞ্জয় লীলা বনশালীর। তাঁর বহুদিনের ইচ্ছে মাধুরীর সঙ্গে কাজ করবেন। তবে বনশালী যতদিন না বলিউডে একটা পাকা জায়গা করতে পেরেছিলেন ততদিন মাধুরীর ডেট পাননি সঞ্জয়। অবশেষে দেবদাসের জন্য মাধুরীকে রাজি করাতে পেরেও বিপদে পড়লেন পরিচালক। ছবির শ্যুটিংয়ের মাঝে জানতে পারলেন মাধুরী অন্তঃসত্ত্বা। যে কথাটি প্রথমে স্বীকার করতে চাননি অভিনেত্রী। 'ডোলা রে' গানের শ্যুটের সময় অসুস্থ হয়ে পড়েন মাধুরী। সেই সময় জানা যায় যে তিনি মা হতে চলেছেন। এবং এই গানের শ্যুটিং করতে গিয়েই আরও এক বিপদের মুখে পড়েন মাধুরী।