Published : Feb 08, 2021, 01:02 PM ISTUpdated : Feb 08, 2021, 01:05 PM IST
বলিউডের মিস ইউনিভার্স তথা বাঙালি কন্যা সুস্মিতা সেন বরাবরই ফিটনেস ফ্রিক। বয়ফ্রেন্ড রহমানের সঙ্গে প্রতিটি মুহূর্তে এককথায় চেটেপুটে উপভোগ করছেন অভিনেত্রী। সম্পর্ককে কখনও লুকিয়ে রাখেননি সুস্মিতা। বরং সন্তানদের নিয়েই প্রেমিকের সঙ্গে এক ছাদের তলায় রয়েছেন সুস্মিতা ও রহমান। সহবাস থেকে লিভ-ইন, কবে বিয়ে করছেন লাভবার্ডস, সেই নিয়েই সরগরম পেজ থ্রি-র পাতা। এবার বিয়ে নিয়ে সপাট জবাব দিলেন সুস্মিতার বয়ফ্রেন্ড রহমান শল।
চলচ্চিত্র জীবনের মতোই ব্যক্তিগত জীবনটাও আড়ম্বরপূর্ণ বলিউডের মিস ইউনিভার্স তথা বাঙালি কন্যা সুস্মিতা সেনের। দীর্ঘদিন ধরেই চলচ্চিত্র থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন সুস্মিতা।
210
ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় রয়েছেন তিনি। দীর্ঘ ২ বছর ধরেই নিজের চেয়ে বয়সে ১৫ বছরের ছোট বয়ফ্রেন্ড রহমান শলের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সুস্মিতা।
310
সম্পর্ককে কখনও লুকিয়ে রাখেননি সুস্মিতা। সহবাস থেকে লিভ-ইন, সন্তানদের নিয়েই প্রেমিকের সঙ্গে এক ছাদের তলায় রয়েছেন সুস্মিতা ও রহমান।
410
কবে বিয়ে করছেন লাভবার্ডস, সেই নিয়েই সরগরম পেজ থ্রি-র পাতা। বারংবার বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে খানিক অস্বস্তি প্রকাশ করেছেন রহমান।
510
সম্প্রতি এক সাক্ষাৎকারে রহমান জানিয়েছেন, সুস্মিতা এবং রহমান বিয়ের সিদ্ধান্ত নিলে তিনি সকলের সঙ্গে তা শেয়ার করে নেবেন। ভবিষ্যতে কী হবে তা ভেবে মন খারাপ করতে রাজি নন রহমান।
610
মুম্বইতে থাকতে থাকতেই বছর দুয়েকের মধ্যে সুস্মিতার সঙ্গে পরিচয় হয় রহমানের। তারপরেই বাড়তে থাকে দুজনের ঘনিষ্ঠতা।
710
একে অপরের সঙ্গে ডেট করার কিছুদিন পর থেকেই লিভ-ইন শুরু করেন এই কাপল।
810
রহমানও সুস্মিতার দুই মেয়ের সঙ্গে স্বাচ্ছন্দ্যে সময় কাটান। সুস্মিতার মেয়েরাও মায়ের বয়ফ্রেন্ডকে মেনে নিয়েছে। এর আগেও অনেকের সঙ্গেই সুস্মিতার নাম জড়িয়েছিল। কিন্তু দীর্ঘ ২ বছর ধরে তিনি রহমানের সঙ্গেই রয়েছেন।
910
যখনই সময় পান নিজেদের একান্ত সময় কাটিয়ে নেন দুজনেই। বিয়ে নিয়ে এখনও কিছু ভাবেননি ৪৪ -এর অভিনেত্রী। আপাতত প্রেমের আস্বাদটাই চুটিয়ে উপভোগ করছেন সুস্মিতা।
1010
বর্তমানে মডেলিংয়ের পাশাপাশি নিজের ব্যবসাও শুরু করেছেন রহমান। পরিবারের সমর্থন পেয়েই নিজেদের সম্পর্ক এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং মা -বাবার পূর্ণ সমর্থনেই তারা একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন।