Dilip Kumar : বছর প্রায় শেষ। হাতে আর মাত্র কয়েকটা দিন। চলতি বছরে বি-টাউনের বহু তারকারাই প্রয়াত হয়েছেন। ২০২১ সালের ৭ জুলাই প্রয়াত হয়েছেন বলিউডের ট্র্যাজেডি কিং দিলীপ কুমার। ৯৮ বছর বয়সে সায়রা বানুকে ছেড়ে চলে গেছেন বলিউডের ট্র্যাজেডি কিং তথা বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার (Dilip Kumar)। গত ৩০ জুন, শ্বাসকষ্ট নিয়ে পিডি হিন্দুজা হাসপাতালে ভর্তি হয়েছিলেন দিলীপ কুমার। তারপর মাত্র এক সপ্তাহের মধ্যেই সবটা শেষ। তারপরই ৭ জুলাই প্রয়াত হন অভিনেতা।