Roundup 2021 : দিলীপ কুমার থেকে সিদ্ধার্থ-সুরেখা, ২০২১ কেড়ে নিয়েছে যে সমস্ত প্রিয় তারকাদের

পুরোনো বছরকে বিদায় গিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর পালা।২০২১ সালটা সকলের মনেই যেন একটা ছাপ ফেলে গিয়েছে। প্রতিটা সালের সঙ্গেই ভালমন্দ জড়িয়ে রয়েছে। তেমনই ২০২১ সালে বলি সেলেবরাও একে একে ছেড়ে পাড়ি দিয়েছেন চিরঘুমের দেশে। কারোর আকস্মিক মৃত্যু তো কেউ আবার করোনায় আক্রান্ত, দিলীপ কুমার থেকে সিদ্ধার্থ শুক্লা , সুরেখা সিক্রি, পুনীত রাজকুমার সহ একাধিক অভিনেতারাই একে একে প্রয়াত চলেছেন। শুধু তাই নয় বলিউড থেকে দক্ষিণ এবং টেলিভিশনের জনপ্রিয় তারকারা রয়েছেন। ২০২১ যে সমস্ত প্রিয় তারকাদের কেড়ে নিয়েছে, বর্ষশেষে একনজরে দেখে নিন তালিকাটি।

Riya Das | Published : Dec 21, 2021 11:54 AM IST / Updated: Dec 29 2021, 03:42 PM IST
17
Roundup 2021 : দিলীপ কুমার থেকে সিদ্ধার্থ-সুরেখা, ২০২১ কেড়ে নিয়েছে যে সমস্ত প্রিয় তারকাদের

Dilip Kumar : বছর প্রায় শেষ। হাতে আর মাত্র কয়েকটা দিন। চলতি বছরে বি-টাউনের বহু তারকারাই  প্রয়াত হয়েছেন।  ২০২১ সালের ৭ জুলাই প্রয়াত হয়েছেন বলিউডের ট্র্যাজেডি কিং দিলীপ কুমার। ৯৮ বছর বয়সে সায়রা বানুকে ছেড়ে চলে গেছেন বলিউডের ট্র্যাজেডি কিং তথা বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার (Dilip Kumar)। গত ৩০ জুন, শ্বাসকষ্ট নিয়ে পিডি হিন্দুজা হাসপাতালে ভর্তি হয়েছিলেন দিলীপ কুমার। তারপর মাত্র এক সপ্তাহের মধ্যেই সবটা শেষ। তারপরই ৭ জুলাই প্রয়াত হন অভিনেতা।

27

Sidharth Shukla : মাত্র ৪০-এই থেমে গেল সিদ্ধার্থ শুক্লার বর্ণময় জীবন।   ২রা সেপ্টেম্বর 'বিগ বস ১৩' র বিজয়ী অভিনেতা সিদ্ধার্থ শুক্লার আকস্মিক মৃত্যুর খবর নড়িয়ে দিয়েছিল গোটা বলিউড তথা সমস্ত ভক্তদের। চিকিৎসার কোনও সুযোগই দেননি অভিনেতা। সেই শোকে এখনও পাথর তার পরিবার- আত্মীয় স্বজনরা।  তবে চলে গিয়েও তিনি জীবন্ত হয়ে রয়েছেন সকলের হৃদয়ে। কারণ মানুষের শরীরের মৃত্যু হয় স্মৃতির। আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন 'বিগ বস ১৩' র বিজয়ী অভিনেতা সিদ্ধার্থ শুক্লা।মুম্বইয়ের কুপার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা (Sidharth Shukla) । হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ সিদ্ধার্থের মৃত্যুতে এখনও শোকের ছায়া বলিউডে।

37

Surekha Sikri : চলতি বছরে টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ সুরেখা সিক্রি (Surekha Sikri) প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিস ৭৬ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বাধাই হো অভিনেত্রী। হার্ট অ্যাটাকের পাশাপাশি ২ বার ব্রেন স্ট্রোকও হয়েছিল অভিনেত্রীর।

47

Puneeth Rajkumar : গত ২৯-শে অক্টোবর প্রয়াত হয়েছেন কন্নড় অভিনেতা পুনীত রাজকুমার। কিংবদন্তি  অভিনেতা রাজকুমারের ছেলে পুনীত রাজকুমার আচমকাই আক্রান্ত হয়েছিলেন হৃদরোগে। মাত্র ৪৬  বছরেই হৃদরোগ কেড়ে নিল কন্নড় অভিনেতাকে। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি কন্নড় অভিনেতা পুনীত রাজকুমারকে (Puneeth Rajkumar )। বেঙ্গালুরু বিক্রম হাসপাতালে আইসিইউ-তে ছিলেন পুনীত রাজকুমার। ডাক্তারদের একটা বড় টিম অভিনেতাকে সর্বক্ষণ দেখাশোনা করছিল এবং চিকিৎসা চলছিল।  কিন্তু হৃদরোগই কেড়ে নিল সকলের প্রিয় আপ্পুকে। চিরঘুমের দেশে চলে গেলেন কিংবদন্তি অভিনেতা রাজকুমারের ছেলে পুনীত রাজকুমার।

57

Rajiv Kapoor : কিছুদিন আগেই বি-টাউন হারিয়েছে বলিউডের চকোলেট বয়  ঋষি কাপুরকে। ঋষি কাপুরের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই  হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন রাজ কাপুরের ছোট ছেলে রাজীব কাপুর। বলি অভিনেতা রাজীব কাপুর (Rajiv Kapoor) গত ৯ ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৫৮ বছর। রাজীবের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কাপুর পরিবারে। ভাইয়ের মৃত্যুর পরই হাসপাতালে কান্নায় ভেঙে পড়েছিলেন রণধীর কাপুর। এবার ভাইয়ের মৃত্যুর পরই  বড্ড একা হয়ে গেছেন করিনা-করিশ্মার বাবা  রণধীর কাপুর।

67


Raj Kaushal : গত ৩০ জুন প্রয়াত হয়েছেন বলি অভিনেত্রী মন্দিরা বেদীর স্বামী রাজ কৌশল। বুধবার ভোর রাত ৪.৩০ মিনিটে আচমকাই হার্ট অ্যাটাকে প্রয়াত হয়েছি লেন পরিচালক রাজ কৌশল (Raj Kaushal)। মাত্র ৪৯ বছর বয়সেই আচমকা সকলকে ছেড়ে চলে গেছেন রাজ কৌশল। চিকিৎসকদের কোনওরকম সাহায্য নেওয়ার আগেই মৃত্যু হয়েছে রাজ কৌশলের। বাড়িতেই হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তাঁর। বর্তমানে মন্দিরা ও রাজের দুই সন্তান রয়েছে। প্রযোজক-পরিচালকের রাজ কৌশলের মৃত্যুতে ভেঙে পড়েছিলেন মন্দিরা বেদী।

77

Anupam Shyam : টেলিভিশনের আরও এক জনপ্রিয় অভিনেতা অনুপম শ্যাম (Anupam Shyam )। গত ৮ আগস্ট প্রয়াত হয়েছেন অনুপম শ্যাম। মত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos