১.১ আইএমডিবি রেটিং, বলিউডের 'জঘন্যতম' ছবির তকমা পেল আলিয়া-মহেশের ছবি সড়ক টু

অবশেষে সুশান্ত সিং রাজপুত ভক্তদের উচ্ছ্বাস। সড়ক টু ছবিটি মুক্তি পেতেই সবচেয়ে কম রেটিং পেয়ে ফের রেকর্ড গড়ল। আইএমডিবি-তে ১.১ রেটিং পেল সড়ক টু। সম্প্রতি হটস্টারে ছবিটি মুক্তি পেতেই একের পর এক খারাপ রিভিউতে ভরে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। কেবল নেটিজেন এবং সুশান্ত ভক্তরাই বিভিন্ন চলচ্চিত্র সমালোচকরাও ছবিটিকে দুই কিংবা ২.৫ এর বেশি রেটিং দিতে পারেনি। ট্রেলারেও অবশ্য তেমন কোনও উপাদান ছিল না বলেই দাবি করেছিল নেটিজেনরা। সেখান থেকেই এবার ছবিটির রিভিউয়ের পালা। 

Adrika Das | Published : Aug 29, 2020 3:32 PM / Updated: Aug 29 2020, 03:47 PM IST
111
১.১ আইএমডিবি রেটিং, বলিউডের 'জঘন্যতম' ছবির তকমা পেল আলিয়া-মহেশের ছবি সড়ক টু

৯৮৫০ এরও বেশি ভোট পেয়ে আইএমডিবি-তে ১.১ রেটিং পেয়েছে ১০-এ। ট্রেলারের মত ছবিটির রেটিংও গড়ল রেকর্ড। 

211

এতদিন অজয় দেবগণের ছবি হিম্মতওয়ালা পেয়েছিল ১.৭ রেটিং। রাম গোপাল বর্মার আগ পেয়েছিল ১.৭। 

311

অভিষেক বচ্চনের দ্রোণা এবং হিমেশ রেশামিয়ার কর্জ পেয়েছিল ২। এই ছবির রেটিংগুলি থেকেও খারাপ রেটিং পেল সড়ক টু। 

411

শুক্রবার অর্থাৎ ২৮ অগাস্ট ৭:৩০ নাগাদ হটস্টারে প্রিমিয়ার হয় সড়ক টু। যার পরই একের পর এক খারাপ রিভিউ দিতে থাকে নেটিজেনরা। 

511

মহেশ ভাটের ছবি, আলিয়া ভাট, সঞ্জয় দত্ত এবং আদিত্য রায় কাপুর রয়েছেন মুখ্য ভূমিকায়। 

611

কোনও স্টারকিডই বাঁচাতে পারেনি ছবিটিকে। সুশান্ত ভক্তদের রোষে সম্পূর্ণ রূপে মুখ থুবড়ে পড়ল ছবিটি। 

711

১২ অগাস্ট ছবিটির ট্রেলার মুক্তি পায়। যার পর ১২ মিলিয়ন ডিজলাইক এসে ভারতের সবচেয়ে ডিজলাইকড ভিডিও তৈরি হয়। 

811

জাস্টিন বিবারের বেবি গানে এতদিন ছিল সবচেয়ে বেশি ডিজলাইকের সংখ্যা। তাকেও ছাঁপিয়ে গিয়েছে সড়ক টু। 

911

সুশান্তের মৃত্যুতে মহেশ ভাটের নাম জড়ায়। তাতেই রীতিমত ফুঁসতে থাকে সুশান্ত ভক্তরা। 

1011

অন্যদিকে রিয়া চক্রবর্তীর সঙ্গে মহেশ ভাটের অবৈধ সম্পর্কের অভিযোগও তোলে একাধিক দেশাবাসী। 

1111

যার জেরে সড়ক টু-কে ফ্লপ করানোর একরকম দায়িত্ব নিয়ে বসেছিল সাইবারবাসীরা। যা অবশেষে সম্ভবও হল।     

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos