সইফ আলি খান না করিনা কাপুর, সম্পত্তির পরিমাণের এগিয়ে কে, কার অ্যাকাউন্টে কত কোটি

Published : Mar 01, 2021, 10:06 AM IST

একজন কাপুর পরিবার তো অন্যজন নবাব পরিবার, একে অন্যকে টেক্কা দিয়ে কে টাকার অঙ্কে দাপট দেখাচ্ছেন এই পরিবারে! এক কথায় বলতে গেলে সম্পত্তির নিরিখে কার দৌর কত দূর, কে এগিয়ে, সইফ না করিনা!

PREV
111
সইফ আলি খান না করিনা কাপুর, সম্পত্তির পরিমাণের এগিয়ে কে, কার অ্যাকাউন্টে কত কোটি

এ বলে আমায় দেখ তো অপরজন বলে আমায়। সম্পত্তির পরিমাণ নিয়ে যদি চুল চেরা বিচার করা হয়, তবে এই জুটি বলিউডের অন্যতম ধনী জুটি। 

211

কেবল নিজের পরিশ্রমের টাকাই নয়, পাশাপাশি পরিবারের সূত্রেও বিপুল পরিমাণ সম্পত্তির মালিক এই দুই। 

311

করিনা কাপুরের সম্পত্তির পরিমাণ ৪৫০ কোটি টাকা। নিজের ভাগের এই পরিমাণ অর্থে বিভিন্ন জায়গায় নানা সম্পত্তি কেনা আছে তাঁর। 

411

রয়েছে বেশ কয়েকটি বাড়ি, ও সুইজারল্যান্ডে রয়েছে এই জুটির ৩৩ কোটি টাকার একটা বাংলো। 

511

করিনা কাপুর বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত। মোটের ওপর ১৫ টি ব্র্যান্ড কাজ করছেন করিনার সঙ্গে। 

611

যা থেকে এক বিপুল পরিমাণ আয় হয় করিনা কাপুরের। এরপর একটি ছবি করতে তিনি নিয়ে থাকেন ১০ কোটি টাকা। 

711

অন্য দিকে সইফ আলি খানের সম্পত্তির পরিমাণ ৭৫০ কোটি টাকা। যদিও সইফ এখন ঢেলে ছবি করছেন। 

811

ওটিটি থেকে শুরু করে বড় পর্দা, কোনও প্রস্তাবই হাতছাড়া করতে নারাজ তিনি। 

911

যার ফলে এই দুইয়ের সম্পত্তির পরিমাণ মিলে দাঁড়ায় ১২০০ কোটি টাকা। যা এক কথায় বেশ ভালো পরিমাণের অর্থ। 

1011

বলিউডের বাঘা বাঘা তারকা জুটিরও আয়ের তালিকাতে দেখা যায় না এই পরিমাণ অর্থ। 

1111

নির্বাচনের সকল খবর পেতে ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলার লিঙ্কে। 

click me!

Recommended Stories