শাহরুখ ও গৌরীর মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ এক কথায় বলতে গেলে খুব সহজ ও খোলা বইয়ের মত। দুজনেই দুজনের বিষয় মন খুলে কথা বলে থাকেন। যার ফলেই এই ডুয়োর সম্পর্ক নিয়ে নানা গল্প ছড়িয়ে পড়ে ভক্তদের মধ্যে।
নানা সমস্যা-জটিলতা ও ঝড় সহ্য করে তবেই আজ কষ্টিপাথর হয়ে উঠেছে শাহরুখ ও গৌরীর সম্পর্ক। প্রথম থেকেই একে অন্যের জন্য নিজেকে ভেঙে গড়েছেন বারে বারে।
210
যা একাধিকবার স্বীকার করেন থাকেন শাহরুখ খান। তাঁর কথায় পর্দায় তিনি রোম্যান্সের কিং হতে পারেন।
310
তবে বাস্তবে সংসার ধরে রাখা থেকে শুরু করে তাঁকে আগলে রাখা, সবটাই করে এসেছেন গৌরী। এক সাক্ষাৎকারে শাহরুখ তেমনটাই জানান দর্শকদের।
410
বারে বারে গৌরী নিজেকে ভেঙে গড়ে প্রমাণ করেছেন, যে তিনি সংসারটাই করতে চেছেন। যদিও গৌরী প্রথম থেকেই জানিয়েছিলেন তিনি কোনও স্টারের স্ত্রীর পরিচয় বাঁচতে পারবেন না।
510
আর সেই কথা মাথায় রেখেই তিনি তৈরি করেছেন নিজের পরিচিতি। যা আজও সকলের নজরে সেরা।
610
তবে সন্তান আসার আগে বেশ চিন্তায় পড়ে গিয়েছিলেন শাহরুখ খান। সাধারণত মেয়েরা বাচ্চা খুব ভালোবাসে।
710
কিন্তু গৌরী ঠিক তেমনটা ছিল না। খুব একটা শিশুদের সঙ্গে তাঁকে মিলে মিশে থাকতে দেখা যেত না।
810
তাই শারুহখ ভেবেছিলেন যে, গৌরী খুব একটা ভালো মা হয়ে উঠতে পারবেন না। যার ফলে সমস্যা দেখা দিতে পারে সন্তানদের মধ্যে।
910
কিন্তু শাহরুখকে ভুল প্রমাণ করেছিলেন গৌরী। তিনি বুঝিয়ে দিয়েছিলেন, যে সময়ের সঙ্গে সঙ্গে প্রয়োজন অনুযায়ী তিনি নিজেকে বদলাতে জানেন।
1010
তিনি ব্যালেন্স জানেন খুব ভালো। মধ্যবিত্ত পরিবারের মায়েদের মতই সন্তানদের শাসন, উপদেশ ও প্রয়োজনে বন্ধু হয়ে পাশে থেকেছে গৌরী।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।