সংসার মানেই ভালবাসা-ঝগড়া-খুনসুটি লেগেই রয়েছে। বলিউড কাপলদের মধ্যেও ঝগড়া হয়েই থাকে । সেরকমই হলেন করিনা কাপুর খান ও সইফ আলি খান। ঝগড়া হলেও তাদের সম্পর্ক অন্যান্য যুগলদের মতোই আবার মিটেও যায়। তবে ঝগড়া মেটাতে কে আগে এগিয়ে আসেন, এই প্রশ্নের উত্তর জানার জন্য মুখিয়ে রয়েছে দর্শক। সম্প্রতি ভক্তদের এর সাফ উত্তর দিয়েছেন করিনা।