নাইটক্লাবে মারপিট, 'মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি', বিস্ফোরক সইফ আলি খান

Published : Aug 28, 2020, 09:40 PM IST

দিল্লিতে বহুদিন থেকেছেন সইফ আলি খান। পার্টি অ্যানিমাল হিসাবে বলিউডের তারকাদের মধ্যে অন্যতম সইফ। দিল্লিতে থাকাকালীনও এক ব্যক্তির সঙ্গে হাতাপাই হয় সইফের। পার্টি করতে গিয়ে কেবল মারপিটই নয় প্রাণ খোয়াতে বসেছিলেন পটৌডি নবাব। দিল্লির এক নাইটক্লাবে গিয়ে তিনি আশাও করেননি এমন পরিস্থিতিতে পড়বেন। সম্প্রতি নেহা ধুপিয়ার অনুষ্ঠান নো ফিল্টার উইথ নেহা-এ অথিতি হিসাবে এসেছিলেন। সেখানেই পুরনো এক ঘটনা নিয়ে মুখ খুললেন সইফ। যা তিনি আগে কোনও সাক্ষাৎকারেই স্পষ্ট করে বললেনি। 

PREV
19
নাইটক্লাবে মারপিট, 'মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি', বিস্ফোরক সইফ আলি খান

নাইটক্লাবে প্রবেশ করার পর প্রথমদিকে পরিস্থিতি ঠিক থাকলেই হঠাৎই মদ্যপ অবস্থায় এক ব্যক্তি সইফের উপর চড়াও হয়। 

29

সেই ব্যক্তি প্রথমে সইফের কাছে এসে বলেন, "তুমি আমার প্রেমিকার সঙ্গে কিছুক্ষণের জন্য নাচ করো।"

39

হঠাৎ সেই ব্যক্তি নিজের প্রেমিকার সঙ্গে কেনই বা সইফকে নাচতে অনুরোধ করে তা বোঝা যায়নি। 

49

সইফের অনুমান, তিনি বলিউড তারকা বলেই এমন প্রস্তাব পান। তবে তিনি সেই ব্যক্তির প্রেমিকার সঙ্গে নাচতে রাজি ছিলেন না সইফ।

59

সরাসরি বারণ করে দেওয়ার পরই সেই ব্যক্তি সইফের উপর চড়াও হওয়ার চেষ্টা করে। অস্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে। 

69

তারপরই হঠাৎ একটি ওয়াইনের গ্লাস নিয়ে সইফের মাথায় সজোরে আঘাত করে। তৎক্ষণাৎ হাতাহাতি শুরু হয় তাদের। 

79

হাতাহাতি এতটাই বাড়তে থাকে তারা বাথরুমে গিয়ে পৌঁছয়। কিছুক্ষণের জন্য থামতেই সইফ নিজের মাথার রক্ত ধুতে থাকেন। 

89

সইফ সেই ব্যক্তির সঙ্গে মিটমাট করতে চাইলেই সে ফের একটি সাবান রাখার জিনিস দিয়ে সইফকে আক্রমণ করে। 

99

সেদিন যে সইফ বেঁচে ফিরতে পারবেন তা তিনি আশা করেননি। অভিনেতার কথায়, প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন তিনি। 

click me!

Recommended Stories