সারার পাশে রয়েছেন সইফ, গুজব উড়িয়ে সাফ জানিয়ে দিলেন নবাবপুত্র

মাদকচক্রে জড়িয়েছিল সারা আলি খানের নাম। প্রকাশ্যে উঠে এসেছিল একাধিক তারকার নামও। রিয়া চক্রবর্তী গ্রেফতারের পর থেকেই তোলপাড় হতে থাকে গোটা নেট দুনিয়া। সেই তালিকাতে নাম লিখিয়েছিলেন সারা আলি খানও, মেয়েকে যখন জেরা করা হচ্ছে তখন কোথায় ছিলেন সইফ, তবে কি মেয়ের পাশ থেকে সরে গিয়েছেন তিনি...

Jayita Chandra | Published : Oct 8, 2020 4:24 AM
18
সারার পাশে রয়েছেন সইফ, গুজব উড়িয়ে সাফ জানিয়ে দিলেন নবাবপুত্র

রিয়া চক্রবর্তী গ্রেফতার হওয়ার পর থেকেই উঠে এসেছিল মাদক চক্রে ২৫ তারকার নাম। যার মধ্যে ছিল সইফ কন্যা সারার নাম। 

28

রাতারাতি সমন পাঠিয়েছিল এনসিবি। সময় মত হাজির হয়েছিলেন তিনি। কিন্তু কোথায় তাঁর পরিবার, বাবা সইফ, উঠেছিল প্রশ্ন। 

38

মুহূর্তে ছড়িয়েছিল জল্পনা, সইফ ত্যাগ করেছেন সারাকে। তাই বিপদের দিনে নেই তিনি পাশে। মুখও খোলেননি মাদক কাণ্ডে। 

48

তখন সইফ করিনার সঙ্গে লাল সিং চাড্ডা ছবির শ্যুটে ব্যস্ত। তাঁকে দেখভাল করার জন্যই গিয়েছিলেন সইফ।

58

তবে এই সকল জল্পনা উড়িয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন সইফ আলি খান। জানালেন, তিনি তিন সন্তানকেই সমান ভালোবাসেন। 

68

কেউ কম কেউ বেশি নয়। সারার অভাব কখনও মেটাতে পারবে না তৈমুর, তৈমুরের জায়গা কখনও নিতে পারবে না সারা। 

78

তিনি জানান যতটা সময় তিনিন তৈমুরের সঙ্গে খেলে উপভোগ করেন, ঠিক ততটাই সারা ও ইব্রাহিমকে খাবারের টেবিলে পেয়ে আনন্দ পান তিনি। 

88

যদিও এবারও সারা ও মাদকচক্র নিয়ে কিন্তু তিনি একটা শব্দও বলেননি। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos