শাহরুখ কন্যার প্রতিবাদে সামিল এবার সইফ পুত্র, সারার ভাই সাফ জানালেন বন্ধ হোক রঙ-চর্চা

শাহরুখ কন্যা এবার মুখ খুললেন একাধিক বিষয়। তাঁর লুক নিয়ে চর্চা, ছোট থেকেই েই সমস্যার সন্মুখীন হয়েছেন তিনি। এবার তা খোলসা করে সোশ্যাল মিডিয়ায় ঢালাও পোস্ট করেছিলেন সুহানা খান। এবার তাতেই সামিল হলেন সইফ পুত্র। 

Jayita Chandra | Published : Oct 2, 2020 3:43 AM IST
19
শাহরুখ কন্যার প্রতিবাদে সামিল এবার সইফ পুত্র, সারার ভাই সাফ জানালেন বন্ধ হোক রঙ-চর্চা

শাহরুখ কন্যা বলে কথা ছোট থেকেই তিনি লাইম লাইটে। কিন্তু কতটা এই ফ্যান ফলোয়ারস নিয়ে ভালো আছেন সুহানা।

29

তা নিয়ে এবার মুখ খুললেন তিনি। স্পষ্ট জানালেন, সুহানা খান, ছোট থেকেই একাধিক প্রশ্নের মুখে তাঁকে একাধিকবার পড়তে হয়েছে। 

39

বারে বারে উঠে এসেছে তাঁর গায়ের রঙ-এর প্রসঙ্গ। এবার সেই তথ্যই সকলের সামনে এনে প্রতিবাদ জানালেন সুহানা। 

49

সুহানার কথায়, তাঁকে ছোট থেকে শুনতে হয়েছে তাঁর গায়ের রঙ কালো, তাঁর উচ্চতা ঘিরেও উঠেছে প্রশ্ন। তবে এই সমস্যা তাঁর একার নয়। 

59

হাজার হাজার ছেলে মেয়েদের এই নিয়ে নানা কুকথা শুনতে হয়। সামনে উঠে আসে একাধিক বিষয়। আর এই প্রথারই এবার পরিবর্তন প্রয়োজন। 

69

গায়ের রঙ কেন সৌন্দর্যের মাপকাঠি হবে, বুধবার একটি দীর্ঘ পোস্ট করে এমনটাই মন্তব্য করেন সুহানা খান। 

79

তাঁর কথায় টিনেজারদের জীবনের এটা একটা বড় সমস্যা। রঙ নিয়ে এই মাতামাতি বন্ধ হক। শাহরুখ কন্যা বলে তিনিও পাননি ছাড়। 

89

তাঁকেও একই ভাবে সমালোচনার মুখে পড়তে হয়েছে। তাই ট্রোল নিয়ে সাফ উত্তর দিতেই সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হলেন তিনি। 

99

মুহূর্তে ভাইরাল হয়ে ওঠে এই পোস্ট। সেখানেই কমেন্ট করে সুহানাকে সাপোর্ট করেন সইফ পুত্র ইব্রাহিম। তিনিও জানান এবার বন্ধ হোক রঙ চর্চা। 

Share this Photo Gallery
click me!

Latest Videos