Published : Apr 01, 2020, 10:25 AM ISTUpdated : Apr 01, 2020, 10:33 AM IST
একটি রাত, তার মূল্য এক কোটি টাকা। বিষয়টি শুনলে অনেকের চোখ কপালে উঠলেও একসময়ে এই কথাটি নেটদুনিয়ায় ঝড় তুলেছিল। তার সঙ্গে একটি রাতের জন্য় এক কোটি টাকার প্রস্তাব পেয়েছিলেন তিনি। কে সেই নারী যার এত জনপ্রিয়তা। তিনি হলেন তেলেগু অভিনেত্রী সাক্ষী চৌধুরী। যার অভিযোগে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছিল রাতারাতি। যদি সেই ঘটনার রেশ কেটে গেলেও তাকে নিয়ে নেটিজেনদের আগ্রহ এখনও তুঙ্গে। তার শরীরী আবেদেন, রূপের জাদুতে কাবু হয়েছিল আট থেকে অষ্টাদশী। তার মোহময়ী আবেদন থেকে বাদ পড়েনি তামিল ইন্ডাস্ট্রিও। উষ্ণ আবেদনময়ীর হৃদয়ে ঝড় তোলা ছবিগুলি দেখে নিন একনজরে।
২০১১ সালে মেডামডেল কনটেস্টে সেরার শিরোপাও পেয়েছিলেন সাক্ষী।
511
২০১৩ সালে তেলেগু ছবি পোতুগারু -তে অভিনেত্রী হিসেবে প্রথম আত্মপ্রকাশ হয় সাক্ষীর।
611
তারপর ইসমাইল দরবারের হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ ঘটে তার।
711
ওই একই সময়ে রুস্তেমান নামের একটি তামিল ছবিতেও অভিনয় করেন সাক্ষী।
811
যৌন উত্তেজনা মূলক ভিডিও পোস্ট করে রাতারাতি লাইমলাইটের শীর্ষে চলে এসেছিলেন অভিনেত্রী সাক্ষী।
911
তার এই টুইট ভিডিও দেখেই তার সঙ্গে ১ কোটি টাকার বিনিময়ে রাত কাটানোর প্রস্তাবও পেয়েছিলেন অভিনেত্রী।
1011
যদিও এই টুইট বির্তক বহুদিন চলেছিল। তিনি টুইটে যোগ্য জবাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন, 'আমাকে কেনা যায় না। শুধু দেখেই কাজ চালাও।' এখন এই বির্তক অনেকের মনেই রয়ে গেছে।
1111
যদি সেই ঘটনার রেশ কেটে গেলেও তাকে নিয়ে নেটিজেনদের আগ্রহ এখনও তুঙ্গে। তার শরীরী আবেদেন, রূপের জাদুতে কাবু হয়েছিল আট থেকে অষ্টাদশী।