মানসিক অবসাদ বেশিরভাগ স্টারের জীবনেই কখনও না কখনও উঁকি মেরেছে। মানসিক অবসাদের কারণে কেউ আবার বেছে নিয়েছে জীবন যুদ্ধে হেরে যাওয়ার পথও, কঠিন এই লড়াইকে জয় করে সকলের মনে অনুপ্রেরণা যুগিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। তবে অবসাদ নিয়ে কথা বলতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন সলমন খান। তা কানে আসা মাত্রই রাগে ফেটে পড়লেন দীপিকা।