বি-টাউনের মোস্ট পপুলার সলমনের সঙ্গে ক্যাটরিনার সম্পর্কের কথা সকলেরই জানা। রিল নয়, বরং রিয়েল লাইফেও দুজনে অনেকটাই ঘনিষ্ঠ ছিলেন। বলিউডে কেরিয়ার গড়তেও অনেকটাই সাহায্য করেছিলেন সলমন । যদিও সেই সম্পর্কও বেশিদিন টেকেনি। সূত্রের খবর, সলমন খান ৩ কোটি টাকা মূল্যের গাড়ি উপহার দিয়েছেন নবদম্পতিকে (Katrina-Vicky Married) ।।