বেশ কিছুটা সময়ের গ্যাপ। এবার সামনে আসতে চলেছে আমির খানের পরবর্তী ছবি লাল সিং চাড্ডা। সেই ছবিতেই গেস্ট অ্যাপিয়ারেন্স থাকতে চলেছে দুই খানের। বর্তামেন পুরো দমে চলছে ছবির শ্যুটিং...
লাল সিং চাড্ডা ছবির শ্যুট নিয়ে এখন বেজায় ব্যস্ত আমির খান। ২০১৯ থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে ছিল আমিরের নয়া লুক।
28
ছবি ঘিরে থাকছে একাধিক চমক। একশো জায়গা শ্যুট থেকে শুরু করে তিন খান একই ফ্রেমে। ছবির অপেক্ষায় এখন সকলেই।
38
তিন খানকে একই ছবিতে পাওয়াটা যেন বলিউড ভক্তদের কাছে স্বপ্ন। তাই এবা পূরণ করতে তলেছেন আমির খান।
48
ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যায়বে সলমন খানকে। ফিরে পাওয়া যাবে সলমন খানের পুরোনো ম্যায় নে পেয়ার কিয়া লুক।
58
সেই শ্যুটের জন্য সলমন খানে হাতে সময় রেখেছেন একটা দিন। সেদিনই ছবির কাজ শেষ করবেন ভাইজান। সম্প্রতি হবে এই শ্যুট।
68
ছবিতে একটি ছোট দৃশ্যে থাকবেন শাহরুখ খানও। যদিও তাঁর ডেট নিয়ে এখনও কিছু স্পষ্ট খবর সামনে আসেনি।
78
ছবিতে মুখ্য ভুমিকায় অভিনয় করতে দেখা যাবে করিনা কাপুরকে। সেই পর্বের শ্যুট বছরের শুরুতেই বেশকিছুটা সেরে রেখেছিলেন আমির।
88
যদিও একই ফ্রেমে তিন খানকে দেখা যাবে কি না তা নিয়ে কোনও খবর এখনও সামনে আসেনি।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।