লক্ষ্মী
সুপারহিট তামিল হরর ছবি মুনি ২:কাঞ্চনার হিন্দি রিমেক এই 'লক্ষ্মী' ছবিটি। ছবিতে পুরো অন্য লুকে নজর কেড়েছেন অক্ষয়। লাল শাড়ি, কপালে বড় টিপ, হাতে লাল চুড়ি, গলায় মঙ্গলসূত্র পরে ভয়ঙ্কর লুকে নজর কেড়েছেন অক্ষয়। এই ভুতুড়ে কমেডি ছবির কেন্দ্রে রয়েছে তৃতীয় লিঙ্গের একটি চরিত্র। এই প্রথম এরকম লুকে নজর কাড়লেন আক্কি। এর আগে এমন লুকে কখনও দেখা যায়নি অভিনেতাকে। ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে কিয়ারা আদবানিকে দেখা গেছে।