'আমি এমনই এক পুরস্কার যা কেউ নিতে চায় না', মঞ্চে দাঁড়িয়ে বিস্ফোরক সলমন

Published : Apr 23, 2020, 10:45 AM ISTUpdated : Apr 23, 2020, 10:49 AM IST

সলমন খান মানেই বিতর্ক। ভাইজানের মাথা গরম। তা কম বেশি সব তারকাদের কাছেই জানা। তবুও একাধিক তারকাদের তাঁর রোষের মুখে পড়তে হয় পুরষ্কার বিতরনী মঞ্চে। অরিজিৎ সিং থেকে শুরু করে আয়ুষ্মান খুরানা। তবে নিজেও এমন কিছু মন্তব্য করে থাকেন যা ঘিরে বিতর্কের ঝড় ওঠে বিটাউনে। 

PREV
110
'আমি এমনই এক পুরস্কার যা কেউ নিতে চায় না', মঞ্চে দাঁড়িয়ে বিস্ফোরক সলমন

অধিকাংশ পুরস্কারের মঞ্চেই সলমন খানকে এক সময় পাওয়া যেত সঞ্চালক হিসেবে। এমনই এক সন্ধ্যায় অরিজিৎ সিং-এর সঙ্গে বিতর্কে জড়িয়ে ছিলেন ভাইজান।

210

এবার পালা আয়ুষ্মান খুরানা। তবে তাঁর সঙ্গে বচসা তো পরের কথা। তাঁর আগে ভাইজান যা বললেন তাতে সকলেরই চোখ উঠল কপালেন।

310

একাধিকবার ঐশ্বর্য সলমন খানের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন, যে তিনি মানসিক ও শারীরিকভাবে আঘাত হেনে থাকেন। 

410

সেই কথাটা কী কোথাও গিয়ে সলমন খানও মনে করেন, যে তিনি মোটেও মেয়েদের স্বাস্থ্যের পক্ষে ভালো নন। তাই কী আজও তাঁর বিয়ের ইচ্ছেপূরণ হল না!

510

একাধিক প্রশ্ন উষ্কে সামনে এল সলমন খানের মন্তব্য। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে তিনি জানালেন কেন কোনও নমিনেশনে নেই তাঁর নাম। 

610

সান্তনা দিতে পাশ থেকে এক অভিনেত্রী বলে উঠলেন, তিনি নিজেই একটা পুরস্কার। উত্তর শোনা মাত্রই সলমন খানের জবাব, যা কেউ বাড়ি নিয়ে যেতে চায় না। 

710
ಏಪ್ರಿಲ್‌ 13, 2010ರಂದು ಎಂಟ್ರಿ ಕೊಟ್ಟ ಬಾಲಿವುಡ್‌ ಸುಲ್ತಾನ್‌.
810

এরপরই আসে আয়ুষ্মান খুরানার পালা। তাঁকে নিয়ে শুরু করে দেন সলমন খান। পানি দা গানের জন্য। পুরস্কার পেয়েছিলেন তিনি। 

910

প্রশ্ন করেন সলমন খান, ভাই তুই গানও গাস...বলে গানের সঙ্গে গুণগুণ করেন তিনি। আয়ুষ্মান বলেন, এটাই পুরষ্কার যে আপনি আমার গান গাইছেন। 

1010

পাল্টা উত্তরে সলমন খান জানান, আমার এত খারাপ দিন চলে এলো, আমি এটা কী করলাম। আজও নেট দুনিয়ায় ভাইরাল এই ভিডিও। 

click me!

Recommended Stories