Published : Apr 23, 2020, 10:45 AM ISTUpdated : Apr 23, 2020, 10:49 AM IST
সলমন খান মানেই বিতর্ক। ভাইজানের মাথা গরম। তা কম বেশি সব তারকাদের কাছেই জানা। তবুও একাধিক তারকাদের তাঁর রোষের মুখে পড়তে হয় পুরষ্কার বিতরনী মঞ্চে। অরিজিৎ সিং থেকে শুরু করে আয়ুষ্মান খুরানা। তবে নিজেও এমন কিছু মন্তব্য করে থাকেন যা ঘিরে বিতর্কের ঝড় ওঠে বিটাউনে।