'এমন গান গাইলে তো লোকে ঘুমিয়ে পড়বেই', সকলের সামনে অরিজিৎকে ট্রোল সলমনের

একসময় হাজার চেষ্টার পরও মিলছিল না সুযোগ। গান রেকর্ডিং হলেও তা মুক্তি পাচ্ছিল না। কিন্তু সেই গায়কেরই একটা গান হাজার হাজার শ্রোতার মনে এমন দাগ কেটেছিল যে আজ অরিজিৎ সিং-এর গান ছাড়া ছবি বলিউডে এক কথায় অসম্ভব। তবে সলমন খান কাউকেই ছেড়ে কথা বলার পাত্র নন। এক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অরিজিৎকে সকলের সামনে ট্রোল করতে ছাড়েননি সলমন খান। 

Jayita Chandra | Published : Apr 22, 2020 6:18 AM IST
18
'এমন গান গাইলে তো লোকে ঘুমিয়ে পড়বেই', সকলের সামনে অরিজিৎকে ট্রোল সলমনের

অরিজিৎ সিং-এর গান মানেই তাঁর গলার জাদুতে ভেসে যাওয়া। হাজার হাজার ভক্ত এখন রাত দিন তাঁর গানেই মজে। 

28

তবে সেই তারকার শুরুটা মোটেই ছিল না সহজ। একের পর এক গান গেয়েছিলেন তিনি। কিন্তু তা মুক্তি পেত না। এরপরই ভাগ্য ফিরিয়েছিল মাডার ২ ছবি। 

38

এরপর আসে আসিকি ২ ছবির প্রস্তাব। আর সেই ছবির তুম হি হো গানই ঝড় তুলেছিল বি-টাউনে। পুরষ্কারও পেয়েছিলেন অরিজিৎ।

48

এই পুরষ্কার দেওয়ার জন্যই মঞ্চে উপস্থিত ছিলেন সলমন খান। অরিজিৎ-এর নাম ঘোষণা করার পর তাঁর আসতে বেশ কিছুটা দেরি হয়। 

58

তাতেই সলমন খান জানতে চান শুয়ে পড়েছিলেন! অরিজিৎ সিং শো-সঞ্চালক সলমন ও রিতেশকে বলেন আপনারা ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। 

68

পাল্টা উত্তর দিয়ে সলমন খান জানিয়ে ছিলেন কী করব তুমি গানই এমন গাও যে ঘুম পেয়ে যায়। এরপরই শুরু হয় ঠাণ্ডা লড়াই দুইয়ের মধ্যে। 

78

এরপরই মঞ্চে এসেছিলেন মিঠুন সুলতান, তিনি অরিজিৎ-কে ট্রোল করার জন্য সলমন খানকে এক হাত নিয়েছিলেন। তাঁর পেছনে স্টিকার লেগে থাকে। সলমন সেটা খুলতে চাইলে তিনি জানান, যে আপনারা ছয় ঘন্টা বসিয়ে রাখলে তো হবেই। 

88

এরপরই মঞ্চে দাঁড়িয়ে সলমন খান বলেন, আজ সবাই দিয়েই যাচ্ছে, বলেই হঠাৎ চিৎকার করে ওঠেন। এরপরই অরিজিৎ-এর সঙ্গে সম্পর্কে চির ধরে সলমনের। 

Share this Photo Gallery
click me!

Latest Videos