হাত ধুয়ে সেখানেই বিশ্রাম করতে দেখা গেছে বলিউডের ভাইজানকে। মুহূর্তের মধ্যে সলমনের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
59
লকডাউনের শুরু থেকেই পানভেলের বাগানবাড়িতে দিব্যি খোশমেজাজে রয়েছেন অভিনেতা। প্রথম পর্বের লকডাউন শেষ হতে না হতেই মুম্বইয়ে চলে এসেছেন জ্যাকলিন। তবে ইউলিয়া এখনও সলমনের সঙ্গে সেখানেই রয়েছে।
69
কয়েকদিন আগেও ট্র্যাক্টর চালাতে দেখা গেছে অভিনেতাকে।
79
এবার ধান রোপন করতে গিয়েও নেটিজেনদের নজরে আসলেন সলমন।
89
কৃষকরা যে মাঠে চাষ করতে গিয়ে কখনও ফোটোশ্যুট করেন না তা নিয়েও কটাক্ষের মুখে পড়েছেন অভিনেতা।
99
অনেকেই সলমনকে কটাক্ষ করে বলেছে, অন্যদের কেরিয়ার নষ্ট করে এবার কৃষকদের টার্গেট করেছেন ভাইজান।