'অন্যদের কেরিয়ার নষ্টের পর এবারের টার্গেট কৃষকরা', বান্ধবীকে নিয়ে ধান রোপনে নেটিজেনদের তোপে সলমন

বি-টাউনের মোস্ট পপুলার চিরকুমার সলমনকে নিয়ে চর্চা সবসময়েই চলে আসছে। ব্যক্তিগত কারণেই হোক কিংবা সিনেমার জন্যই হোক সর্বদাই লাইমলাইটের শীর্ষে থাকেন সলমন। সম্প্রতি কয়েকদিন ধরে কৃষক সাজার ভালই শখ হয়েছে ভাইজানের। পানভেলের বাগান বাড়ির লাগোয়া জমি থেকে একের পর এক ছবি শেয়ার করছেন ভাইজান। কখনও কাদামাটি মেখে ট্রাক্টর চালাচ্ছেন তো আবার কখন মাঠে নেমে ধানের বীজ রোপন করছেন। তবে এইকাজে তিনি একা নন, বিশেষ বান্ধবী ইউলিয়াকে সঙ্গে নিয়ে এবার মাঠে নেমে পড়েছেন। মুহূর্তের মধ্যে নেটিজেনদের নজর কেড়েছেন ভাইজান। 

Riya Das | Published : Jul 21, 2020 7:49 AM IST / Updated: Jul 21 2020, 01:23 PM IST
19
'অন্যদের কেরিয়ার নষ্টের পর এবারের টার্গেট কৃষকরা',   বান্ধবীকে নিয়ে ধান রোপনে নেটিজেনদের তোপে সলমন

লকডাউন শুরু হতেই পানভেলের ফার্মহাউসে রয়েছেন সলমন। সেখান থেকেই একের পর  ভিডিও শেয়ার করে বিনোদনের রসদ জোগাচ্ছেন ভাইজান।

29

সম্প্রতি মাঠে নেমে ধান বীজ রোপন করতে দেখা গেল সলমনকে। তবে তিনি একা নন, বিশেষ বান্ধবী ইউলিয়াকে তার সঙ্গে দেখা গেছে।

39

 কাদা মেখে, হাঁটু ডুবিয়ে ধানের চারা রোপন করছেন ভাইজান। মাঠে নেমে পুরো কৃষকদের মতোই লাঙল তুলে নিয়েছেন অভিনেতা।

49

 হাত ধুয়ে সেখানেই বিশ্রাম করতে দেখা গেছে বলিউডের ভাইজানকে। মুহূর্তের মধ্যে সলমনের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

59

লকডাউনের শুরু থেকেই পানভেলের বাগানবাড়িতে দিব্যি খোশমেজাজে রয়েছেন অভিনেতা। প্রথম পর্বের লকডাউন শেষ হতে না হতেই মুম্বইয়ে চলে এসেছেন জ্যাকলিন। তবে ইউলিয়া এখনও সলমনের সঙ্গে সেখানেই রয়েছে।

69

কয়েকদিন আগেও ট্র্যাক্টর চালাতে দেখা গেছে অভিনেতাকে। 

79

এবার ধান রোপন করতে গিয়েও নেটিজেনদের নজরে আসলেন সলমন।

89

কৃষকরা যে মাঠে চাষ করতে গিয়ে কখনও ফোটোশ্যুট করেন না তা নিয়েও কটাক্ষের মুখে পড়েছেন অভিনেতা।

99


অনেকেই সলমনকে কটাক্ষ করে বলেছে, অন্যদের কেরিয়ার নষ্ট করে এবার কৃষকদের টার্গেট করেছেন ভাইজান।

Share this Photo Gallery
click me!

Latest Videos