বিপরীতে অভিনয় করবেন শ্রীদেবী, শোনা মাত্রই অদ্ভূত আচরণ সলমনের, রীতিমত অবাক করেছিল সকলকে

বলিউড বিগ স্টার সালমান খান, তার ছবি মানে সুপার ডুপার হিট, ঠিকই একই সমীকরণ কাজ করত শ্রীদেবীর ক্ষেত্রেও। তিনি ছবিতে থাকা মানেই ছবি সুপারহিট। কিন্তু এই জুটির যখন ছবির প্রস্তাব আসে তখন কি বলেছিলেন সলমন। 

Jayita Chandra | Published : Mar 8, 2021 4:48 PM
19
বিপরীতে অভিনয় করবেন শ্রীদেবী, শোনা মাত্রই অদ্ভূত আচরণ সলমনের, রীতিমত অবাক করেছিল সকলকে

সলমন খান ও শ্রীদেবী বলিউডের এই দুই খুব বড় নাম। একের পর এক সুপার হিট ছবি উপহার দিয়েছি এই তারকার।

29


তবে একই সঙ্গে পর্দায় থাকতেই কোথায় অসুবিধা, সালমান খান তখন সবে শুরু করছে। হঠাৎই প্রস্তাব আসে নতুন একটি ছবির।

39

ছবিতে শ্রীদেবী আছে শুনে মুহূর্তে বেঁকে বসেছিলেন সালমান খান। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন ভাইজান।

49

 

প্রশ্ন করা হয়েছিল ছবিতে শ্রীদেবী থাকলে সমস্যা কোথায়, সালমান খান দিয়েছিলেন সাফ উত্তর। বিপরীতে শ্রীদেবী থাকা মানেই চাপ।

59

শ্রীদেবীর মধ্যে অভিনয় ক্ষমতা এতটাই প্রকট যে ছবিতে তিনি থাকা মানেই আশেপাশে যে কোন চরিত্র ঢেকে যাওয়া। অভিনয়ের দাপটে তিনি অন্য কে দমিয়ে রাখার ক্ষমতা রাখেন।

69

স্টাইল আইক্যুন শ্রীদেবী মানেই এক ভিন্ন উপস্থিতি। লুক থেকে শুরু করে তাঁর মুখের হাসি, সবই যেন মুহূর্তে মানুষের মন জয় করেনিত। 

79

এই ছবিতে সালমানের সঙ্গে শ্রীর রোমান্সের পাঠ ছিল। তাতেই ভয় পেয়ে গিয়েছিলেন সালমান। বিপরীতে থাকবে শ্রীদেবী, কিভাবে যে ফুটিয়ে তুলবেন চরিত্র নিজেই বুঝতে পারছিলেন না। 

89

অবশেষে ছবিটা করার সময় ধারণা বদলে ছিল সালমানের। পর্দায় শ্রীদেবী কতটাই সংবেদনশীল তাপ বুঝতে সময় লাগেনি খুব বেশিদিন। 

99

তাই একটা সময়ের পর সলমনের ভয় কেটে গিয়েছিল। তার কথায় শ্রীদেবী যে ছবিতেই থাকুক শ্রীদেবী ছবির  পরিচয়, আর ঠিক সেই কারণে নিজের অভিনয়গুণে নজরকাড়াটা কঠিন। এমনটি ধারণা ছিল সালমানের। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos