একের পর এক ছবি পোস্ট করে লাইমলাইটের শীর্ষে সবর্দাই থাকেন বলিউডের ড্রামাকুইন। বলি অভিনেত্রীদের মতোই বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় বির্তকের কেন্দ্রবিন্দুতে থাকেন রাখি সাওয়ান্ত।
212
যেদিন থেকে ড্রামাকুইন রাখি সওয়ান্ত বিগ বসের ঘরে পা রেখেছেন সেদিন থেকেই পুরো ভোল বদলে গিয়েছে।
312
কখনও বিয়ে, কখন প্রেগনেন্সি আবার কখনও বা কন্ট্রোভার্সি ভিডিও পোস্ট করে নয়া চমক দিচ্ছেন অভিনেত্রী। এবার বিগ বসের ঘরে চমক দিলেন ড্রামাকুইন রাখি।
412
প্রথমে রাখির রহস্যময় স্বামী রীতেশকে নিয়ে তোলপাড় শুরু হয়েছিল। তারপরই পুরোনো প্রেম আড়ালে ঢাকা পড়ে যায়। বিগবস প্রতিযোগী অভিনব শুক্লকে নিয়ে শুরু হয় রাখির অধিকারবোধ। অভিনবের স্ত্রী রুবিনা প্রথমকে বিষয়টিকে গুরুত্ব না দিলেও বর্তমানে রাখির কীর্তিতে তিতিবিরক্ত।
512
কখনও অভিনবকে ভালবেসে ফেলেছেন তো কখনও অভিনবের হট অবতারে মজেছেন রাখি।
612
আবার কখনও অভিনবের সন্তানের মা হতে চান তো সারা গায়ে লিপস্টিক দিয়ে অভিনবের নাম লিখে ফেলেন। রাখির এই কীর্তিতে শোরগোল সোশ্যাল মিডিয়ায়।
712
এখানেই শেষ নয়, এবার রাখির নতুন বায়না অভিনব অন্তর্বাস কাচবেন তিনি। সেটা করতে রাজি হননি অভিনব। ব্যাস তাতেই রেগে আগুন রাখি।
812
অভিনবের থেকে প্রত্যাখ্যাত হয়ে ভয়ঙ্কর কান্ড ঘটালেন ড্রামাকুইন। রেগে গিয়ে কাচি দিয়ে কুচি কুচি করে অন্তর্বাস কেটে ফেললেন অভিনেত্রী।
912
অভিনবের থেকে প্রত্যাখ্যাত হয়ে ভয়ঙ্কর কান্ড ঘটালেন ড্রামাকুইন। রেগে গিয়ে কাচি দিয়ে কুচি কুচি করে অন্তর্বাস কেটে ফেললেন অভিনেত্রী।
1012
রুবিনা জানিয়েছেন,এই বাড়াবাড়ি আর মেনে নেওয়া যাচ্ছে না। অ্যাটেনশন পাওয়ার জন্য এই নোংরামো সহ্য করার মতোন নয়।
1112
এর আগের টাস্কেও সুইমিং পুলের কাছে বালতি নিয়ে স্নান করেছেন রাখি, থুড়ি রাখির গায়ে সাবান মাখিয়ে স্নান করিয়ে দিয়েছেন রাহুল বৈদ্য। অশ্লীলতার চরমে পৌঁছে গেছেন রাখি।
1212
একে অপরের বিরুদ্ধে লড়াই থেকে শো-এর টিআরপি বাড়ানোর জন্য চরম অশ্লীলতার সীমা পার করছেন সলমন খানের বিতর্কিত শো বিগ বস ১৪-র প্রতিযোগীরা।