Published : Sep 23, 2020, 10:53 PM ISTUpdated : Sep 23, 2020, 10:59 PM IST
বলিউডের সঙ্গে যে মাদকচক্র ভালভাবে জড়িত তা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে ক্রমশ স্পষ্ট। বি-টাউনের একাধিক অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গেই মাদকযোগ জড়িয়ে রয়েছে। টিনসেল টাউনের এ-লিস্টাররাই রয়েছেন সেই তালিকায়। হ্যাশ-কোকেন, মদ, নিষিদ্ধ মাদক বলিউড পার্টির সঙ্গে দীর্ঘদিন ধরেই যুক্ত। বলিউডে এই ট্রেন্ডও বহুদিন ধরেই চলছে। সাক্সেস পার্টি হোক কিংবা জন্মদিনের পার্টি নেশা ছাড়া বলিউডকে যেন ভাবাও যায় না। মদের নেশায় ডুবে বলি তারকারা কী করেন এবং কেমনই বা দেখতে লাগে তাদের, রইল একঝলক।
বলি অভিনেতারা শুধু সিনেমাতেই নয়, বাস্তবেও মাতাল হয়েছেন বিভিন্ন সময়ে। মাতাল হওয়ার পর তারা কী করেন এবং তাদের দেখতেই বা কেমন লাগে, তা দেখলে আপনিও ভিরমি খাবেন।
215
মদ্যপান করার পর খালি গায়ে বলিউডের ভাইজান সলমনকে ভাই সোহেলের সঙ্গে পার্টি করেছেন।
315
মদ্যপান করার পর নেশায় চুর সলমনকে দেখে চোখ কপালে নেটিজেনদের।
415
ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুরকে একই গাড়িতে দেখা গেছে। সেখানেই তাদের মদ্যপান করতে দেখা গেছে।
515
মদ্যপান করার পর রণবীর কাপুরকে এমন দেখাচ্ছে।
615
সলমনের সাথে পার্টিতে হৃত্বিক রোশন। অন্যদিকে হৃত্বিকের সঙ্গে রয়েছেন আমিশা পাটেল।
715
আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোনকে দেখা গেছে পার্টিমুডে দেখা গেছে।
815
পার্টিতে অর্জুন কাপুর সঙ্গে রণবীর সিংকে দেখা গেছে। অন্যদিকে মালাইকা আরোরাকে দেখা গেছে।
915
শাহরুখের স্ত্রী গৌরী খান, অমিতাভের মেয়ে শ্বেতা বচ্চন, মালাইকা আরোরা, দীপিকা পাড়ুকোন সহ বলিউডের একাধিক অভিনেত্রীকে মত্ত অবস্থায় দেখা গেছে।
1015
বোন রিয়া এবং বন্ধুদের সঙ্গে পার্টিতে মত্ত সোনম কাপুর।
1115
মাতাল অবস্থায় সঞ্জয় দত্তের সঙ্গে শাহরুখ খান।
1215
আমিশা পাটেলকে হাতে শ্যাম্পেন হাতে দেখা গিয়েছে।
1315
দৃশ্যম অভিনেত্রী শ্রেয়া সরন পার্টিতে বন্ধুদের সঙ্গে মত্ত অবস্থায় দেখা গেছে।
1415
ববি দেওলকে পার্টি থেকে বেরানোর পর এমন দেখতে লাগছিল।
1515
মনীষা কৈরালাকে পার্টি থেকে বেরানোর পর মত্ত অবস্থায় দেখা গেছে।