ঐশ্বর্যের আগে কোন অভিনেত্রীকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভাইজান, কার জন্যই বা ফাটল ধরে সম্পর্কে

ঐশ্বর্যের সঙ্গে সলমন খানের সম্পর্ক নিয়ে হাজার একটা জল্পনা সর্বত্র ছড়িয়ে পড়লেও, সলমনের জীবনে ঘিরে রয়েছে একাধিক অভিনেত্রীর আনা গোনা। যার মধ্যে অন্য তম ছিলেন জুহি চাওলা। অবাক হলেও এটাই সত্যি, যে সলমন খান এক সময় জুহিকেই বিয়ে করতে চেয়েছিলেন। 

Jayita Chandra | Published : Jun 20, 2021 11:23 AM IST
18
ঐশ্বর্যের আগে কোন অভিনেত্রীকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভাইজান, কার জন্যই বা ফাটল ধরে সম্পর্কে

সলমন খানের প্রেমের জীবন মানেই ঐশ্বর্য রাই। কিন্তু তার আগেও বেশ কয়েকজন অভিনত্রী ছিলেন যাঁরা সলমন খানের মনে ঝড় তুলেছিলেন। 

28

যার মধ্যে অন্যতম নাম হল জুহি চাওলা। জুহিকে বেশ পছন্দ ছিল সলমন খানের। প্রেম নয়, সরাসরি বিয়ের প্রস্তাবই দিয়েছিলেন সলমন খান। 

38

ঠিক কী ঘটেছিল! সলমন খান এক সাক্ষাৎকারে নিজের প্রেম ও জুহিকে নিয়ে একাধিক তথ্য ফাঁস করেন। যেখানে তিনি বলেছিলেন, জুহি মিষ্টি মেয়ে। 

48

সলমনের প্রথম থেকেই নাকি ভালো লাগত জুহিতে। যদিও মূল অভিনেতা-অভিনেত্রী হিসেবে তাঁদের দর্শকেরা কখনই এক সঙ্গে পাননি। 

58

কিন্তু সলমন খান জুহিকে পছন্দ করতেন। তাঁর পরিবারের কাছে পৌঁচ্ছেও গিয়ে ছিল সলমন খানের বিয়ের প্রস্তাব। কিন্তু জুহির বাবা তা ফিরিয়ে দেয়। 

68

সলমন যার নিয়ে কথা বলতে বিন্দু মাত্র দ্বিধা বোধ করেননি। পাশাপাশি তিনি এও জানান, কেন তিনি আর জুহি কোনও দিন এক সঙ্গে ছবি করেননি। 

78

সলমন খানের কথায়, জুহি নাকি নিজে কখনই চাননি, যে তিনি সলমনের বিপরীতে অভিনয় করবেন। জুহি তাঁকে পছন্দ করতেন না। 


 


 

88

যদিও তাঁদের ১৯৯৭ সালে একটি ছবিতে কয়েকমুহূর্তের জন্যে এক সঙ্গে দেখা যায়। সেই শুরু আর সেই শেষ।


 

Share this Photo Gallery
click me!

Latest Videos