বি-টাউনের মোস্ট পপুলার চিরকুমার সলমনকে নিয়ে চর্চা সবসময়েই চলে আসছে। ব্যক্তিগত কারণেই হোক কিংবা সিনেমার জন্যই হোক সর্বদাই লাইমলাইটের শীর্ষে থাকেন সলমন। সুশান্তের মৃত্যুর পর থেকেই স্বজনপোষণ বিতর্কে নাম জড়িয়েছে সুশান্তের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সলমন খানের রিয়্যালিটি শো বিগ বস নিয়ে নতুন তথ্য প্রকাশিত হয়েছে, যা নিয়ে সরগরম হয়েছে পেজ থ্রির পাতা। সূত্রে থেকে জানা গেছে, এইবছর বিগ বসের সেটে যাবেন না সলমন। কিন্তু কেন? এই প্রশ্নই এখন সকলের মুখে। কোন ভয়ের কারণে তিনি এই সিদ্ধান্ত নিলেন,জানুন বিশদে।
সম্প্রতি ভাইজানের জনপ্রিয় শো নিয়ে বেশ কিছু নতুন তথ্য সামনে এসেছে, যা নিয়ে উত্তাল হয়েছে নেটিজেনরা।
414
করোনা ভাইরাসের কথা মাথায় রেখেই নিমার্তা নতুন এপিসোডের প্রস্তুতি শুরু করেছেন।
514
সূত্র থেকে জানা গেছে, এবার বিগ বসে যা ঘটতে চলেছে তা আগে কখনও ঘটে নি। এই বছর করোনার জেরে কোনওরকম ঝুঁকি নিতে চান না সলমন।
614
বিগবসের ঘরে নয়, বরং সলমনের ফার্ম হাউসেই তিনি অনুষ্ঠানটির হোস্ট করতে চলেছেন। এবার প্রতিযোগীদের ঘরের মধ্যে নয়, বরং নিজের ঘরে থেকেই শুটিং করবেন ভাইজান।
714
আরও জানা গেছে, সলমন এবার মঞ্চে এসে 'উইকেন্ড কা ভার' পর্বেরও শুটিং করবেন না। কারণ করোনার কারণেই তা করা সম্ভব হবে না।
814
মহামারী সঙ্কটে তিনি নিজেই তার অংশের শুটিং ফার্মহাউসে করবেন বলে জানিয়েছেন।
914
প্রতিবারের মতো এবার নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন ভাইজান। আগে প্রতিটি পর্বের জন্য ১২-১৩ কোটি টাকা নিয়েছিলেন কিন্তু এবার তা আরও ৩ কোটি বেড়ে ১৬ কোটি দাঁড়িয়েছে।
1014
বিগ বস ১৪ ট্যাগলাইনেও কিছু রদবদল হতে পারে বলে জানা গেছে। চলতি বছরেরে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে এটি প্রচারিত হবে বলে জানা গিয়েছে।
1114
কোনও ব্যক্তি শো- চলাকালীন অসুস্থ হয়ে পড়লে তাকে সঙ্গে সঙ্গেই বাড়ি ফিরিয়ে দেওয়া হবে সিদ্ধান্ত নিয়েছেন শো-এর নিমার্তারা।
1214
অনেকে সেলিব্রিটিদের সঙ্গেই শো-এ অংশগ্রহণ করার জন্য যোগাযোগ করা হয়েছে। কিন্তু করোনার কারণেই অনেকেই এই অফার ফিরিয়ে দিয়েছেন।
1314
কয়েকদিন আগেও ট্র্যাক্টর চালাতে দেখা গেছে অভিনেতাকে। কৃষকরা যে মাঠে চাষ করতে গিয়ে কখনও ফোটোশ্যুট করেন না তা নিয়েও কটাক্ষের মুখে পড়েছেন অভিনেতা।
1414
এবার ধান রোপন করতে গিয়েও নেটিজেনদের নজরে আসলেন সলমন।অনেকেই সলমনকে কটাক্ষ করে বলেছে, অন্যদের কেরিয়ার নষ্ট করে এবার কৃষকদের টার্গেট করেছেন ভাইজান।